রাজশাহীতে ট্রাক-বাসের সংঘর্ষে হেলপারের মৃত্যু
রাজশাহীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে খোয়াজ আলী (৪৫) নামে এক বাস হেলপার মারা গেছেন। সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নগরীর উপকণ্ঠ ভারুয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোয়াজ আলী জেলার পুঠিয়া উপজেলার পালোপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১৩ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন। তিনি জানান, দুর্ঘটনায় বাসটির প্রায় সব যাত্রীই কমবেশি আহত হয়েছেন।
এদের মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা হাসপাতালে নিয়েছেন ১৩ জনকে। একজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন। আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
উদ্ধার অভিযান শেষে তিনি বলেন, যাত্রীবাহী বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী বাইপাস সড়ক হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। নগরীর উপকণ্ঠ ভারুয়াপাড়ায় দুর্ঘটনার মুখে পড়ে।
পণ্যবাহী একটি ট্রাক ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করছিল। এ সময় দুর্ঘটনা এড়াতে চালক বাসটি অন্য লেনে নেন। তখনই আরেকটি দ্রুতগামী ট্রাক চলে আসে। এতেই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনা কবলিত যানগুলো সরিয়ে নিলে সড়কে চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে বলে জানান এই কর্মকর্তা।
ফেরদৌস সিদ্দিকী/এমএইচএস