এমভি হৃদয় লঞ্চ ডাকাতি

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে লঞ্চে ডাকাতির ঘটনা ঘটছে। এ সময় লঞ্চের প্রায় ৫০-৬০ জন যাত্রীর সঙ্গে থাকা সব কিছু লুটে নিয়েছে ডাকাতরা। বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ থেকে মতলবের উদ্দেশ্যে ছেড়ে আসে এমভি হৃদয় লঞ্চ। লঞ্চটি মতলবের ষাটনলের কাছাকাছি আসলে সন্ধ্যা ৭টার দিকে ডাকাত দল অস্ত্রের মুখে চালককে জিম্মি করে লঞ্চের যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। 

লঞ্চে থাকা নয়ন মিয়া নামে এক যাত্রী জানান, লঞ্চটি নির্দিষ্ট সময়ের ১০-১৫ মিনিট পর গজারিয়া ঘাটে ভেড়ে। গজারিয়া ঘাট থেকে কয়েকজন লোক লঞ্চে ওঠেন। সেখান থেকে লঞ্চটি গজারিয়া ও মতলবের ষাটনল সীমানায় আসার পর ডাকাতরা লঞ্চে ফাঁকা গুলি ছোড়ে। এতে যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি করে মোবাইল, নগদ টাকা, নারীদের স্বর্ণালংকার, যাত্রীদের সঙ্গে থাকা মালামালসহ সর্বস্ব লুটে নেয়।

মতলব উত্তর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন বলেন, ডাকাতির ঘটনা জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

আরএআর