নরসিংদীতে নাতির হাতে দাদি খুন
নরসিংদীতে মোশারফ অনিক (১৮) নামের এক যুবক তার দাদিকে কুপিয়ে হত্যা করেছেন। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দাদি আমির জানের মৃত্যু হয়। এর আগে সদর উপজেলার মাধবদীর কাঁঠালিয়া ইউনিয়নের মৌষাদি গ্রামে রোববার (৩১ জানুয়ারি) সকালে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, বেশ কিছুদিন ধরেই নাতি মোশারফ অনিকের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ এবং পারিবারিক কলহ চলছিল দাদা হোসেন আলী (৫৬) ও আমির জানের (৫০)।
বিজ্ঞাপন
রোববার সকালে হোসেন আলীর ছেলে রফিকুল, রফিকুলের স্ত্রী হাফেজা এবং নাতি অনিক এসব বিষয় নিয়ে হোসেন আলী ও আমির জানের ওপর চড়াও হন। একপর্যায়ে অনিক চাপাতি দিয়ে দুজনকেই এলোপাতাড়ি কোপানো শুরু করেন।
পরে প্রতিবেশীরা তাদের দুজনকে রক্তাক্ত ও জখম অবস্থায় উদ্ধার করে পাশের উপজেলা আড়াইহাজারের একটি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে হোসেন আলীকে চিকিৎসা দিয়ে ফেরত পাঠানো হলেও আমির জানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত চিকিৎসক। পরে সোমবার দুপুরে সেখানেই আমির জানের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এ নিয়ে হোসেন আলী বলেন, জমির সীমানা নিয়ে আমার ছেলে আর নাতির সঙ্গে অনেক দিন ধরেই সমস্যা চলছিল। এ জন্য এত বড় কিছু হয়ে যাবে, কল্পনাও করিনি।
মাধবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনি প্রক্রিয়ায় বাদীপক্ষের অভিযোগের ভিত্তিকে মামলা করা হবে।
রাকিবুল ইসলাম/এনএ