চট্টগ্রামে পোশাক কারখানার ধসে পড়া ছাদের ধ্বংসাবশেষ/ ছবি: ঢাকা পোস্ট

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানাধীন বালুচড়ার কুলগাঁও সিটি করপোরেশন কলেজে সংলগ্ন ফোর এইচ এয়ারবেল নামে একটি পোশাক কারখানার নির্মাণাধীন ছাদ ধসে পড়েছে। এতে ছয় জন আহত হয়েছেন। এর মধ্যে দুজনের অবস্থ আশঙ্কাজনক।

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ওই পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার ঢাকা পোস্ট-কে বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করি। ভবন ধসে ছয় শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে ফোর এইচ গার্মেন্টেসের নতুন ভবনের ছাদ ধসের ঘটনা ঘটেছে। ধ্বংসস্তূপ থেকে একের পর আহত শ্রমিকদের বের করে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে ২-৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের সেনাবাহিনীর নিয়ন্ত্রিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত কর্মকর্তা হামিদুর রহমান বলেন, নগরের বালুচড়া এলাকায় একটি ভবনের ছাদ ধসের ঘটনায় আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এফআর