রূপগঞ্জে দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
শীতলক্ষ্যা নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জ নদী বন্দর। বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিলের নেতৃতে টানা ৪ দিনব্যাপী অভিযানের দ্বিতীয় দিনে মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) দিনব্যাপী শীতলক্ষ্যার পূর্ব তীরে তারাব-নোয়াপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ সময় পাকা ভবন ও মার্কেটসহ অবৈধ স্থায়ী-অস্থায়ী দেড় শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এ ছাড়া স্থানীয়দের বাধা প্রদান সত্ত্বওে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নদীতীরে বিআইডব্লিউটিএ’র সীমানা পিলার স্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল, উপপরিচালক মোবারক হোসেন, সহকারী পরিচালক নূর হোসেন, বিআইডব্লিউটিএ’র অন্য কর্মকর্তারাসহ রূপগঞ্জ থানা পুলিশ, নৌ-পুলিশ ও আনসার সদস্যরা।
বিজ্ঞাপন
নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, শীতলক্ষ্যা নদীতে গত সোমবার থেকে বিআইডব্লিউটিএ’র ৪ দিনব্যাপী অভিযান শুরু হয়েছে। অভিযানের দ্বিতীয় দিনে তারাব-নোয়াপাড়া এলাকায় একতলা ভবন ১৭টি, আধা পাকা বিল্ডিং ২১টি, সেমিপাকা ঘর ১২টি, টিনের ঘর ১২০টিসহ মোট ১৭০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
তারাব খেয়াঘাট এলাকা থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত শীতলক্ষ্যার উভয়তীরে এ অভিযান চলবে। আর অভিযান শেষে অবৈধ দখলমুক্ত শীতলক্ষ্যার তীরে ওয়াকওয়ে ও বনায়ন করা হবে।
বিজ্ঞাপন
মাহবুবুর রহমান ভূঁইয়া/এমএসআর