ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের আলোচিত সাবেক অধ্যক্ষ মোহম্মদ আবুল বসার বাদশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ এ পরোয়ানা জারি করেন। কলেজের বর্তমান অধ্যক্ষ সমীর কুমার সাহার করা দুর্নীতির মামলায় এ পরোয়ানা জারি হয়।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট বনি আমিন বাকলাই।

আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত গত পাঁচ বছরে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, নবায়ন, ভ্রমণভাতাসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কলেজের ৫১ লাখ ৪৭ হাজার টাকা আত্মসাৎ করেন।

গত ৩১ ডিসেম্বর বর্তমান অধ্যক্ষ সমীর কুমার সাহা ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা (১৭১/২০ নং) করেন। আদালত মামলাটির তদন্তভার সিআইডি পুলিশকে দেন। সিআইডি দীর্ঘ সময় তদন্ত করে দুই মাস আগে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনে প্রাথমিকভাবে আবুল বসার বাদশার সব দুর্নীতি ও অনিয়ম প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেছে সিআইডি।

আদালত আসামি বাদশাকে সমন জারি করলেও তিনি এ দীর্ঘ সময় আদালতে উপস্থিত হননি। পলাতক হিসেবে তার বিরুদ্ধে এ গ্রেফতারি জারি করা হয়েছে।

সৈয়দ মেহেদী হাসান/এনএ