চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
ফাইল ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আনিস মোল্লা (৪০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে গোয়ালন্দ বাজার সংলগ্ন রেলক্রসিং এলাকায় এ ঘটানা ঘটে।
আনিস মোল্লা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আলম চৌধুরী পাড়া গ্রামের আক্কাছ মোল্লার ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী ও নৈশ প্রহরী। তার স্ত্রী ও ১৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দৌলতদিয়া ঘাট থেকে খুলনার উদ্দেশ্য ছেড়ে যাচ্ছিল নকশিকাঁথা লোকাল ট্রেন। গোয়ালন্দ বাজার রেলক্রসিং এলাকা পার হলে ওই যুবক চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে। এতে ট্রেনের চাকায় কাটা পড়ে ঘটনাস্থলেই তার শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। পরে গোয়ালন্দ রেলওয়ে থানা পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে।
গোয়ালন্দ ঘাট রেলওয়ে ইনচার্জ সুনিল চন্দ্র সুত্রধর বলেন, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নকশিকাঁথা লোকাল ট্রেনটি গোয়ালন্দ বাজার থেকে ছেড়ে যাওয়ার সময় চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি।
বিজ্ঞাপন
গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশন মাস্টার জিল্লুর রহমান বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা করেছেন। তার ভগ্নিপতি জাহাঙ্গীর আলম বিনা ময়নাতদন্তে মরদেহটি দাফনের জন্য আবেদন করেছেন।
মীর সামসুজ্জামান/এসপি