মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী বাজারের ন্যাশনাল ব্যাংকের সামনে গাড়ি থেকে চাঁদাবাজি করার সময় র‌্যাবের হাতে আটক ৬ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 
 
বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে তাদের মুন্সিগঞ্জ আদালতে হাজির করা হলে মুন্সিগঞ্জ আমালি আদালত-৪ এর বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এর আগে টঙ্গিবাড়ী বাজার ন্যাশনাল ব্যাংক সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব-১১। বিভিন্ন ধরনের গাড়ির চালকদের কাছ থেকে চাঁদাবাজি করার সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- আম্মান কাজী, কাওসার শিকদার, মামুন হাওলাদার, জসিম উদ্দিন শেখ, বিপ্লব শিকদার ও  আনিস শিকদার।

র‌্যাব-১১ সিপিসি-১ এর সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার বলেন, গাড়িচালকদের কাছ থেকে চাঁদাবাজির সময় টাকাসহ হাতেনাতে ৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেব আলী মোল্লা বলেন, আটকদের বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় মামলা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

ব.ম শামীম/আরআই