পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর ধস্তাধস্তি
বরিশাল মহানগরে ছাত্রদলকে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ/ছবি ঢাকা পোস্ট
বরিশাল মহানগরে ছাত্রদলকে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। পুলিশি বাধায় তাদের কর্মসূচি পণ্ড হয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীর ধস্তাধস্তির ঘটনা ঘটে। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বঙ্গবন্ধুকে কটূক্তির মামলায় বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ড দেন নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক আমাতুল মোর্শেদা। রায়ের প্রতিবাদে শুক্রবার বরিশালে বিক্ষোভের ডাক দেয় মহানগর ছাত্রদল।
বিজ্ঞাপন
বেলা ১১টার দিকে বরিশাল প্রেসক্লাবের সামনে ছাত্রদলের নেতকর্মী জড়ো হন। পরে বিক্ষোভ নিয়ে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক হয়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে যাচ্ছিলেন তারা। অশ্বিনী কুমার হলের সামনে পৌঁছালে তাদের বিক্ষোভে বাধা দেয় পুলিশ।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বলেন, অনুমতি না থাকায় ছাত্রদলের বিক্ষোভ মিছিলে বাধা দেওয়া হয়েছে। বাধা উপেক্ষা করে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ান ছাত্রদলের নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
মহানগর ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি বলেন, বিনা কারণে শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। তারা আমাদের নেতাকর্মীর ওপর চড়াও হয় এবং ব্যানার কেড়ে নেয়। তখন হাতাহাতির ঘটনা ঘটে।
বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেলে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে আবারো জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করেন ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের নেতা কাজী সজিব, জাহিদুল ইসলাম, জসিম উদ্দিন, বিএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম বাবু, সম্পাদক তালুকদার সজল, সরকারি বরিশাল কলেজ ছাত্রদলের সম্পাদক আল আমিন ও রাহাত ফকির।
বিএনপি কিংবা ছাত্রদলের কর্মসূচির অনুমতি ছিল না। তারা পার্টি অফিসের ভেতরে কর্মসূচি না করে সড়কে বিশৃঙ্খলার চেষ্টা করছিল। এজন্য তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তবে ধস্তাধস্তির ঘটনা ঘটেনি।
আসাদুজ্জামান, ভারপ্রাপ্ত কর্মকর্তা, বরিশাল কোতোয়ালি থানা
এর আগে সকাল ১০টায় বরিশাল মহানগর যুবদলের আয়োজনে তারেক রহমানের দুই বছরের কারাদণ্ডাদেশ প্রত্যাহারের দাবিতে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। মহানগর যুবদলের সভাপতি আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে এতে বক্তব্য দেন দলীয় নেতারা।
লন্ডনের একটি সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় নড়াইলে মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
এ মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সভায় বঙ্গবন্ধুর সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন তারেক রহমান। ওই বছরের ২৪ ডিসেম্বর নড়াইলের কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাজাহান বিশ্বাস বাদী হয়ে মানহানির মামলা করেন।
সৈয়দ মেহেদী হাসান/এএম