দুই বাসের প্রতিযোগিতায় রাস্তা পারের সময় তিনজন নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক- ছবি সংগৃহীত
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে যাত্রীবাহী দুই বাসের প্রতিযোগিতায় তিন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সোনারগাঁ উপজেলার রায়েরটেক গ্রামের ফজল করিমের ছেলে আবু বক্কর সিদ্দিক (২০), রংপুর জেলার কোতোয়ালি থানার শ্যামপুর গ্রামের মুকুলের ছেলে অহিদুল ইসলাম (৩২) ও চাদঁপুরের মতলব থানার উদমদি গ্রামের নকুল সরকারের ছেলে সজিব সরকার (২৮)।
বিজ্ঞাপন
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে প্রতিযোগিতা করে চলছিল বোরাক পরিবহন ও হোমনা সুপার সার্ভিসের বাস। একপর্যায়ে কাঁচপুর বাসস্ট্যান্ডে থামিয়ে যাত্রী তুলছিল বোরাক পরিবহনের বাসটি। হঠাৎ হোমনা সুপার সার্ভিসের বাসটি বোরাক পরিবহনের বাসের পেছন দিকে ধাক্কা দেয়। এতে রাস্তা পারাপারের জন্য বোরাক পরিবহনের পেছনে থাকা তিন পথচারী নিহত হন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, দাঁড়িয়ে থাকা বাসের পেছন দিয়ে রাস্তা পার হচ্ছিলেন তিন পথচারী। পেছন থেকে আরেকটি বাস ধাক্কা দিলে দুই বাসের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। বাস দুটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেছেন।
বিজ্ঞাপন
শেখ ফরিদ/এএম