কেন্দ্রীয় ব্যাংক

বৈদেশিক মুদ্রায় লেনদেন ব্যবস্থা আরো সহজ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠান এক লাখ মার্কিন ডলার কিংবা আয়কর বিবরণীতে ঘোষিত বিগত বছরের বিক্রয়ের এক শতাংশ- এ দু’টির মধ্যে যেটি বেশি তা প্রয়োজনীয় ব্যয় নির্বাহে অনুমোদন ছাড়াই বিদেশে পাঠা‌তে পার‌বে।

সোমবার (৪ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ স্থানীয় প্রতিষ্ঠানের চলতি হিসাবের যৌক্তিক ব্যয় বিদেশে পাঠানোর ব্যবস্থা সহজ ক‌রে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

গত বছরের নভেম্বরে একটি বিজ্ঞপ্তি জারির মাধ্যমে আয়কর বিবরণীতে ঘোষিত বিগত বছরের বিক্রয়ের এক শতাংশ পরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠানোর আওতা শুধুমাত্র প্রশিক্ষণ ও পরামর্শ ফি’র মধ্যে সীমিত না রেখে অন্যান্য যৌক্তিক ব্যয় বাবদ অর্থ বিদেশে পাঠানোর অনুমোদন দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তিতে অডিট ফি, সার্টিফিকেশন ফি, কমিশনিং ফি, টেস্টিং ফি, মূল্যায়ন ফি ইত্যাদি বিদেশে পাঠানো যাবে বলে জানানো হয়।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলে কার্যরত যেসব প্রতিষ্ঠান স্থানীয় মুদ্রায় স্থানীয় বাজারে পণ্য বিক্রয় করে সেসব প্রতিষ্ঠানও তাদের বিক্রয়ের এক শতাংশ অংশ বিদেশে পাঠাতে পারবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল। তবে যেসব ব্যয় বিদেশে পাঠানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হয় তা ওই বিজ্ঞপ্তির আওতায় পাঠানো যাবে না বলা হয়। তাছাড়া রয়েলটি, টেকনিক্যাল নলেজ/অ্যাসিসটেন্স ফি ও ফ্রাঞ্চাইজি ফি পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হবে মর্মে জানানো হয়।

নতুন নি‌র্দেশনা, গত বছরের বিক্রয়ের এক শতাংশ পরিমাণ অর্থের সঙ্গে এক লাখ ডলারের সীমা রাখা হয়েছে। এ দুটির মধ্যে যেটি বেশি তা যৌক্তিক চলতি ব্যয় নির্বাহে সংশ্লিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান বিদেশে পাঠাতে পারবে।

বাংলাদেশ ব্যাংকের জারি করা বিজ্ঞপ্তির প্রশংসা করে ব্যবসায়ীরা বলেন, যেসব প্রতিষ্ঠানের বিক্রয় পর্যাপ্ত নয় কিন্তু যৌক্তিক প্রয়োজনে হঠাৎ বেশি পরিমাণ অর্থ বিদেশে পাঠানোর প্রয়োজন হয় তারা সহজেই উক্ত ব্যয় কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই বিদেশে পাঠাতে পারবে। এতে করে যথাসময়ে লেনদেন সম্পন্ন হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

ঘোষিত নীতিমালা প্রস‌ঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, বৈদেশিক লেনদেন ব্যবস্থা প্রতিনিয়ত সময়োপযোগী করা হচ্ছে। নতুন বিজ্ঞপ্তির আওতায় অনুমোদিত ডিলার ব্যাংক তাদের গ্রাহকের পক্ষে বর্ধিত সীমার আওতায় বৈদেশিক লেনদেন সহ‌জে নিষ্পত্তি করতে পারবে।

এসআই/এসআরএস