৮ কোটি টাকার ফাঁকির ভ্যাট জমা দিল ওয়ান ব্যাংক
ফাইল ছবি
নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিরীক্ষায় উদ্ঘাটিত অপরিশোধিত ৮ কোটি ২৯ লাখ টাকার ভ্যাট জমা দিয়েছে ওয়ান ব্যাংক লিমিটেড।
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান সোমবার (৪ জানুয়ারি) ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, ভ্যাট গোয়েন্দা নিরীক্ষা করে ওয়ান ব্যাংকের ৮ কোটি ২৯ লাখ টাকা অপরিশোধিত ভ্যাট উদঘাটন করেছিল। ব্যাংকটি আজ তা জমা দিয়েছে। এই টাকা এনবিআরে ভ্যাট রাজস্ব হিসেবে যোগ হবে।
ভ্যাট গোয়েন্দা জানায়, তাদের নিরীক্ষায় দেখা যায়, বাণিজ্যিক ব্যাংকটি ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ তিন অর্থবছরে নিয়মবহির্ভূতভাবে রেয়াত গ্রহণ করেছে। এর ফলে ভ্যাট পরিশোধের দায় উদ্ভুত হয়। ভ্যাট গোয়েন্দা নিরীক্ষা দল শুনানিতে বক্তব্য গ্রহণ পর্যায়ে উত্থাপিত অডিট আপত্তিটি মেনে নেয় ব্যাংক কর্তৃপক্ষ । পরে ওয়ান ব্যাংক সোমবার (০৪ জানুয়ারি) অডিট আপত্তি অনুযায়ী স্বেচ্ছায় ফাঁকি দেওয়া ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়।
বিজ্ঞাপন
সংস্থার সহকারী পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন নিরীক্ষা দলের নেতৃত্বে ছিলেন।
আরএম/এসআরএস