কমেছে ফুলকপি-বাঁধাকপি-মুলা-শিমের দাম
দোকানে সবজির সমাহার
সরবরাহ বাড়ায় রাজধানীর কাঁচাবাজারগুলোতে বেশ কয়েকটি সবজির দামই কমতে শুরু করেছে। সবচেয়ে বেশি কমেছে ফুলকপি, বাঁধাকপি, শিম ও মুলার দাম।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বাজার ঘুরে দেখা গেছে, শিমের কেজি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকার মধ্যে। দুই সপ্তাহ আগে এ সবজি বিক্রি হয়েছিল ১২০ টাকায়। শিমের পাশাপাশি শীতের অন্যতম সবজি ফুলকপি ও বাঁধাকপির দামও কমেছে। মাঝারি সাইজের ফুলকপি বিক্রি হচ্ছে ২৫-৩০ টাকার মধ্যে, যা গত সপ্তাহে ছিল ৩০-৫০ টাকা। ছোট ফুলকপি গত সপ্তাহের মতো ২০ টাকায় পাওয়া যাচ্ছে। দুই সপ্তাহ আগে ছোট আকৃতির ফুলকপির দাম ৪০ টাকার উপরে ছিল।
বিজ্ঞাপন
মাঝারি আকারের বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকার মধ্যে, যা গত সপ্তাহে ছিল ৩০-৫০ টাকা। ছোট বাঁধাকপি পাওয়া যাচ্ছে ২০ টাকায়। দুই সপ্তাহ আগে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া মুলা এখন ২০ টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে।
এছাড়া গত সপ্তাহে ১২০-১৪০ টাকা কেজি বিক্রি হওয়া টমেটো ৬০-৭০ টাকায় নেমে এসেছে। বাজারে নতুন আসা শীতের আরেক সবজি শালগমের কেজি বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকায়। চড়া দামে বিক্রি হওয়া লাউয়ের দাম কিছুটা কমে ৪০-৫০ টাকার মধ্যে নেমে এসেছে। যা গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা।
বিজ্ঞাপন
তবে গাজর ও বরবটির দাম আগের মতোই চড়া রয়েছে। বাজার ও মানভেদে গাজরের কেজি আগের মতোই বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা কেজি। বরবটি গত সপ্তাহের মতো ৬০-৮০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। বেগুন বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকার মধ্যে এবং উস্তা বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকার মধ্যে। সপ্তাহের ব্যবধানে এ দুটি সবজির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে, সরবরাহ কম থাকায় দাম অপরিবর্তিত থাকার তালিকায় রয়েছে কাঁচামরিচ, আলু, পেঁয়াজ, ঢেঁড়সসহ কয়েকটি সবজি। আলু বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায়। অপরিবর্তিত রয়েছে আমদানি করা পেঁয়াজের দাম। তবে সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে ৭০-৯০ টাকা কেজি বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন ৬৫-৭৫ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পটল ৮০ ও কাঁচামরিচ এখনও বিক্রি হচ্ছে ১২০-১৪০ টাকায়।
দামের বিষয়ে সবজি ব্যবসায়ীরা বলছেন, বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা সবকিছুর সরবরাহ বেড়েছে। তাই দাম কমতে শুরু করেছে। এখন প্রায় সব সবজির দাম কম। সামনে সবজির দাম আরও কমবে। ১২০ টাকার শিম এখন ৩০-৪০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন পর শিমের কেজি ১৫-২০ টাকায় নেমে আসবে।
বাজারে আসা ক্রেতারা বলছেন, শিম, ফুলকপির দাম কিছুটা কমেছে। এতে ভালো লাগছে। তবে কাঁচামরিচ, আলু, পেঁয়াজ ও গাজরের দাম এখনও বেশি। এসব সবজির দাম না কমা পর্যন্ত সবজির বাজারে পুরোপুরি স্বস্তি আসবে না।
এদিকে গত সপ্তাহের মতো এক ডজন ডিম বিক্রি হচ্ছে ৯০-৯৫ টাকায়। তবে কিছুটা বেড়েছে ব্রয়লার মুরগির দাম। গত সপ্তাহে ১২০ টাকা ব্রয়লারের দাম বেড়ে ১৩০ টাকা হয়েছে
হৃদয়/এফআর