হঠাৎ অস্বাভাবিক হারে শেয়ারের দাম বৃদ্ধির কারণ জানা নেই পুঁজিবাজারের তালিকাভুক্ত দুটি কোম্পানি অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড এবং এডিএন টেলিকম লিমিটেডের।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নোটিশের পরিপ্রক্ষিতে আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। ডিএসই কোম্পানি দুটির কাছে জানতে চায় অস্বাভাবিক হারে দাম বৃদ্ধির কোনো সংবেদনশীল তথ্য রয়েছে কি-না।  তার পরিপ্রেক্ষতে আজ কোম্পানি দুটি আলাদাভাবে জানিয়েছে, যে তাদের কাছে দাম বৃদ্ধির কোনো সংবেদনশীল তথ্য নেই।

কোম্পানির দুটির মধ্যে ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি অ্যাক্টিভ ফাইনের শেয়ারের দাম ৭ ডিসেম্বর থেকে বাড়ছে। ওই দিন শেয়ারটির দাম ছিল ১৩ টাকা ৯০ পয়সা। গতকাল পর্যন্ত সময়ে ১১ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৪ টাকায়।

অপর কোম্পানি ২০১৯ সালে তালিকাভুক্ত এডিএন টেলিকমের শেয়ার দাম গত ১২ ডিসেম্বর থেকে বাড়ছে। ওইদিন কোম্পানির শেয়ার দাম ছিল ৫২ টাকা ৩০ পয়সা। তা বেড়ে গতকাল দাঁড়িয়েছে ৬৪ টাকা ৭০ পয়সায়।

এমআই/এনএফ