শেয়ারহোল্ডারদের লভ্যাংশের ওয়ারেন্ট হাতে হাতে নেওয়ার অনুরোধ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলস লিমিটেড।

আজ ৭ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত (শুক্রবার বাদে) গুলশান এভিনিউয়ে ক্যাপিটাল সাউথ এভিনিউ টাওয়ারে কোম্পানির শেয়ার বিভাগ থেকে ওয়ারেন্ট নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। তবে রেকর্ড ডেট অনুযায়ী বিইএফটিএনের মাধ্যমে শেয়ারহোল্ডারদের বিও হিসাবে পাঠানো হয়েছে।

এক্ষেত্রে ফোলিও শেয়ারহোল্ডার, এনআরবি শেয়ারহোল্ডার, মার্জিন শ্রেণিভুক্ত বিও হিসাবের ক্ষেত্রে তাদের ডিপিগন এবং সিডিবিএল সিস্টেমে যাদের পূর্ণাঙ্গ ব্যাংক তথ্য নেই তাদের লভ্যাংশের ওভারেন্ট হাতে হাতে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।  

৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গত বছরের ৩১ অক্টোবর শেয়ার হোল্ডারদের জন্য ১৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং লিমিটেড। এর আগের বছর ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হযেছিল। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১৬ পয়সা। গত বছরের একই সময়ে ছিল ৯৭ পয়সা।

আর সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ৪৯ টাকা২৯ পয়সা। এর আগের বছর ছিল ৪২ টাকা ৯০ পয়সা।

লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১৪ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্লাটফরমে অনুষ্ঠিত হবে। 

এমআই/এনএফ