ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো

বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৭জানুয়ারি) দেশের উভয় পুঁজিবাজারে চলছে লেনদেন। সকালেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকের বড় উত্থান হয়েছে।

সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২৭টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৯টির, কমেছে ৪৪টির, আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক পয়েন্ট ১০ আর ডিএস-৩০ সূচক বেড়েছে ২৫ পয়েন্ট।

আর তাতে লেনদেন হয়েছে ৩৮৮ কোটি ৮০ লাখ টাকার বেশি।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- রবি আজিয়াটা লিমিটেড, লঙ্কা-বাংলা, বেক্সিমকো, আএফআইসি ব্যাংক, অ্যাকটিভ ফাইন, বেক্সিমকো ফার্মা এবং এসএস স্টিল লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এ সময়ে লেনদেন হয়েছে ২০ কোটি টাকার বেশি। 

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ২২টির আর অপরিবর্তিত রয়েছে ২১ কোম্পানির শেয়ারের।

এমআই/জেডএস