ফাঁকির সোয়া ১৩ লাখ টাকার ভ্যাট জমা দিল ‘সহজ’
বহুজাতিক অনলাইন প্রতিষ্ঠান ‘সহজ’ ভ্যাট ফাঁকির ১৩ লাখ ১২ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিল। ভ্যাট নিরীক্ষা ও গোয়েন্দা অধিদপ্তর কর্তৃক উদঘাটিত ভ্যাট স্বেচ্ছায় জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বুধবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বলেন, বহুজাতিক অনলাইন প্রতিষ্ঠান ‘সহজ’ এর ভ্যাট ফাঁকি উদঘাটন করে এনবিআরের ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর। উদ্ঘাটিত ভ্যাট বুধবার স্বেচ্ছায় পরিশোধ করছে।
বিজ্ঞাপন
ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর জানায়, গোপন সংবাদের পরিপ্রক্ষিতে গত ২৫ অক্টোবর ‘সহজ’ এর কর্পোরেট অফিস বনানীর রোড ২১, বাড়ি ৫৫/বি-এ অভিযান চালায়। এতে গোয়েন্দা দল তাদের বাণিজ্যিক দলিলাদি জব্দ করে। গোয়েন্দা দল প্রতিষ্ঠানের অনলাইনে টিকেট ও খাবার বিক্রি এবং উৎসে কর্তনের প্রকৃত বিক্রয় গোপন করার প্রমাণ পায়।
তদন্তে দেখা যায়, গোপনকৃত এই বিক্রয়ের উপর ৭ লাখ ৫৫ হাজার টাকা ভ্যাট আরোপযোগ্য। যথাসময়ে ভ্যাট প্রদান না করায় ২ শতাংশ সুদ বাবদ ৫ লাখ ৫৮ হাজার টাকা প্রযোজ্য। সব মিলিয়ে ১৩ লাখ ১২ হাজার টাকা ভ্যাট আদায়যোগ্য হওয়ায় ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর ভ্যাট আইনে মামলা করে। যা সহজ কর্তৃপক্ষ মেনে নেয়।
বিজ্ঞাপন
বুধবার ট্রেজারি চালানের মাধ্যমে তা পরিশোধ করে তারা। সংস্থার উপপরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে তদন্তটি পরিচালিত হয়।
‘সহজ’ সিঙ্গাপুর ভিত্তিক অনলাইন প্লাটফর্ম। প্রতিষ্ঠানটি টিকেট, খাবার সরবরাহ, রাইড শেয়ারিং, ট্রাক সেবা ইত্যাদি বিক্রয় করে থাকে। ঢাকা উত্তর ভ্যাট কমিশনারেটে এটি নিবন্ধিত।
আরএম/ওএফ