দুবাইয়ে পুঁজিবাজার নিয়ে রোড শো শুরু

দেশের পুঁজিবাজারে প্রবাসী ও বিদেশিদের বিনিয়োগ আকৃষ্ট করতে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে রোড শো শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে দুবাই মলের কাছে স্কাইভিউ হোটেলে ‘ইনভেস্টর সামিট: বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক সেমিনারের মধ্য দিয়ে চার দিনব্যাপী রোড শো শুরু হয়। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই রোড শোর আয়োজন করেছে।

বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বে শুরু হওয়া সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিএলসি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

বক্তব্য রাখেন ইউসিবি স্টক ব্রোকারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা রহমত পাশা, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মাসুদুর রহমান, আল হারামাইন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান, ইউসিবিএলের নির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। সেমিনারে দুইশ’র বেশি প্রবাসী ও বিদেশি অংশগ্রহণ করেন।

‘রাইজিং অব বেঙ্গল টাইগার পটেনশিয়াল অব বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটস’ প্রতিপাদ্যে শুরু হওয়া রোড শোতে একই বিষয়ে বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে সেমিনার হবে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে ‘সুকুক: দ্যা নিউ ইনভেস্টমেন্ট অপরচুনিটি ইন বাংলাদেশ’ শিরোনামে আরেকটি সেমিনার হবে। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা অংশ নেবেন।

পরদিন ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে ‘স্কোপ অব প্রাইভেট ইক্যুইটি অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শিরোনামে একটি সেমিনার হবে।

রোড শোর শেষদিন ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) দিনব্যাপী হবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠক। এখানে বিনিয়োগকারীদের ছোট ছোট গ্রুপ অংশ নেবেন।

বিএসইসির নির্বাহী পরিচালক মাহবুবুল আলম বলেন, রোড শোতে বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি, বিনিয়োগের সম্ভাবনা, বিনিয়োগে সুযোগ-সুবিধাসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। পরে লন্ডন, রোম, নিউইয়র্ক, সিঙ্গাপুর, হংকং, টোকিও, মালয়েশিয়াসহ বিভিন্ন উন্নত শহরেও রোড শো করা হবে।

এমআই/এসএসএইচ/জেডএস