ফাইল ছবি

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং সিমেন্ট খাতের তিন কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিক হারে বাড়ছে বলে মনে করছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

কোম্পানিগুলো হলো- আইএফআইসি ব্যাংক, আর্থিক খাতের কোম্পানি বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

হঠাৎ করে অস্বাভাবিক হারে শেয়ারের দাম বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য রয়েছে কি না কোম্পানিগুলোর কাছে তা জানতে চেয়েছে ডিএসই। এরই পরিপ্রেক্ষিতে বুধবার (৬ জানুয়ারি) কোম্পানিগুলো জানিয়েছে দাম বৃদ্ধির বিষয়ে তাদের কাছে কোনো সংবেদনশীল তথ্য নেই। গত ৪ ও ৫ জানুয়ারি কোম্পানিগুলোর কাছে এ তথ্য জানতে চায় ডিএসই।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আইএফআইসি ব্যাংকের শেয়ার গত ৩ ডিসেম্বর থেকে বাড়তে শুরু করে। ওইদিন শেয়ারের দাম ছিল ১১ টাকা ২০ পয়সা। ৫ টাকা ৪০ পয়সা বেড়ে ৫ জানুয়ারি সর্বশেষ লেনদেন হয়েছে ১৬ টাকা ৬০ পয়সায়।

বে-লিজিং কোম্পানির শেয়ারের দাম বাড়তে শুরু করেছে ২৩ ডিসেম্বর থেকে। ওইদিন শেয়ার প্রতি দাম ছিল ১৭ টাকা ৩০পয়সা। সেখান ১১ টাকা ৩০ পয়সা বেড়ে ৫ জানুয়ারি লেনদেন হয়েছে ২৮ টাকা ৬০ পয়সায়।

এছাড়াও গত ২০ ডিসেম্বর লাফার্জহোলসিমের শেয়ারের দাম ছিল ৪০ টাকা ৬০ পয়সা। আর ৪ জানুয়ারি শেয়ারটি দাম দাঁড়িয়েছিলো ৫৪ টাকা ৩০ পয়সায়। ওই কয়দিনে শেয়ারটির দাম বাড়ে ১৪ টাকায়।

এমআই/এমএইচএস