ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লোগো

সূচকের ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে সপ্তাহের চতুর্থ কার্যদিবস দেশের পুঁজিবাজারে চলছে লেনদেন। উভয় বাজারেই সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

বুধবার (০৬ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিন্মমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত এ অবস্থা চলে। এরপর সূচক ঊর্ধ্বমুখী হতে থাকে। যা বেলা সাড়ে ১১টায় এ রিপোর্ট লেখার সময়ও অব্যাহত ছিল।

এ সময়ে ৩৪৬টি সিকিউরিটিজের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৬০টির, কমেছে ১১৭টির আর অপরিবর্তিত রয়েছে ৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক পয়েন্ট ৪ আর ডিএস-৩০ সূচক বেড়েছে ২১ পয়েন্ট। আর তাতে লেনদেন হয়েছে ৬৬৮ কোটির বেশি।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- রবি আজিয়াটা লিমিটেড, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, জিবিবি পাওয়ার এবং পাওয়ার গ্রিড কোম্পানি।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ৪২ কোটি টাকার বেশি। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ৩৭ কোম্পানির শেয়ারের।

এমআই/জেডএস