মেঘনা পেট্রোলিয়ামের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ ১৯ জানুয়ারি
পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
আগামী ১৯ জানুয়ারি (মঙ্গলবার) বিকেল ৪টায় কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রথমে পর্যালোচনা করা হবে। এরপর অনুমোদন করে তা প্রকাশ করবে কোম্পানি।
বিজ্ঞাপন
২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই- সেপ্টেম্বর’২০) কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৪ পয়সা। এর আগের বছরের একই সময়ে ইপিএস ছিল ৭ টাকা ৫৬ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩৫ টাকা ৩১ পয়সা। গত বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৩২ টাকা ২৭ পয়সা।
শেষ দিন অর্থাৎ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২০৩ টাকা ১০ পয়সা। এর আগের দিন সর্বশেষ লেনদেন হয়েছিল ২০৪ টাকা ৫ পয়সায়।
বিজ্ঞাপন
২০০৭ সালে তালিকাভুক্ত এই কোম্পানি ৩০ জুন ২০২০ হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ অর্থাৎ শেয়ার প্রতি ১৫ টাকা নগদ লভ্যাংশ ঘোষণা করেছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। তার আগের বছর ছিল ১৪০ শতাংশ এবং তার আগের বছর ১১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।
বিদায়ী বছর অর্থাৎ ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ৩০৭ কোটি ৯১ লাখ ৭৯ হাজার ৭৪১ টাকা। যা আগের বছরের চেয়ে প্রায় ৭০ কোটি টাকা কম। এর আগের বছর হয়েছিল ৩৭৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার ১৩৪ টাকা।
বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২৮ টাকা ৪৫ পয়সা। এর আগের বছর ইপিএস ছিল ৩৫ টাকা ১১ পয়সা। আলোচিত বছরে শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪৮ টাকা ২১ পয়সা।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৬ মার্চ কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১১টায় ভার্চুয়ালি এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি।
এমআই/ওএফ