চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের কোম্পানি নিউলাইন ক্লোথিংস লিমিটেডের।

শনিবার (১৬ জানুয়ারি) কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। রোববার (১৭ জানুয়ারি) তা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে প্রকাশ করা হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, আলোচ্য সময়ে অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপি‌এস) হয়েছে ৪৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৪৭ পয়সা। অর্থাৎ ১ পয়সা বেড়েছে।

দুই প্রান্তিক অর্থাৎ ৬ মাসে (জুলাই-ডিসেম্বর ২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯২ পয়সা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল ৮৯ পয়সা।

দুই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৪ পয়সা। যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৭৩ পয়সা।

২০১৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটি বিদায়ী বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগের বছর ৩ শতাংশ নগদ ও ৭ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল শেয়ারহোল্ডারদের।

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয় ২৪ টাকা ৭৭ পয়সা। আর ৩০ জুন ২০২০ সময়ে কোম্পানিটির এনএভিপিএস ছিল ২৩ টাকা ৮৩ পয়সা।

প্রায় দেড়শ কোটি টাকা ঋণে থাকা কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৩০ দশমিক ৮২ শতাংশ শেয়ার, সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৫৪ শতাংশ শেয়ার। বাকি শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে।

এমআই/জেডএস