পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও তিন কোম্পানি পর্ষদ সভা অর্থাৎ বোর্ড সভা করবে। সভায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। এরপর পর্ষদ অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিগুলো।

কোম্পানি তিনটি হল- অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড, রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড এবং এডিএন টেলিকম লিমিটেড। আজ মঙ্গলবার (১৯জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্য মতে, রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

সভায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৮ পয়সা।

১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ২৫ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। প্রথম প্রান্তিকে কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছিল ২ টাকা ৭ পয়সা। এর আগের বছর কোম্পানিটি শেয়ার হোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

এছাড়াও এডিএন টেলিকম লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা আগামী ২৮ জানুয়ারি বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

২০১৯ সালে তালিকাভুক্ত কোম্পানিটির প্রথম প্রান্তিকে ইপিএস দাঁড়িয়েছে ৬৫ পয়সা।আগের অর্থবছরে শেয়ারহোল্ডারদের নগদ ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।

উল্লেখ্য, সোমবার পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮টি কোম্পানি পরিচালনা পর্ষদ সভার ঘোষণা দিয়েছে। কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানি বেক্সিমকো সিনথেটিকস লিমিটেড, বেক্সিমকো ফার্মা এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

এছাড়াও রয়েছে মেঘনা গ্রুপের দুই কোম্পানি- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ এবং মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড। এছাড়া রয়েছে বিবিধ খাতের কোম্পানি সাভার রিফ্যাক্ট্ররিজ লিমিটেড, বস্ত্রখাতের প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড এবং যোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলস লিমিটেড।

এমআই/এনএফ