ব্যাংক ও আর্থিকখাতের প্রায় সব শেয়ারের দাম বাড়ায় পুঁজিবাজারে বেড়েছে সূচক, লেনদেন। তবে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম।

আগের কার্যদিবসের ধারাবাহিকতায় বুধবার (২০ জানুয়ারি) সকালে শেয়ার বিক্রির চাপের মধ্য দিয়ে দিনের লেনদেন শুরু হয়। তবে বিদ্যুৎ জ্বালনিখাত, ব্যাংক ও আর্থিকখাতের প্রতিষ্ঠানের প্রায় সব শেয়ারের দাম বাড়ার পাশাপশি বিমাখাতের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারের লেনদেন হয়। তাতে দিনে শেষে সূচক ও লেনদেন বেড়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৩ ব্যাংক নতুন করে আড়াই হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করছে এমন খবরে ব্যাংক এবং আর্থিকখাতের প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া মোট ৩৫৫টি প্রতিষ্ঠানের সিকিউরিটিজের মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ১৫৯টির ও অপরিবর্তিত রয়েছে ৭৫টির প্রতিষ্ঠানের শেয়ারের দর।

আর তাতে ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়েছে, ডিএসইএস সূচক ২ পয়েন্ট কমেছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৪১৬ কোটি ৪ লাখ ৬১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ২৯০ কোটি ৯০ লাখ ১৮ হাজার টাকা।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৯ পয়েন্ট কমে ১৬ হাজার ৯৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ৬০টির। লেনদেন হয়েছে মোট ৫৮ কোটি ৯৭ লাখ ৩৮ হাজার ৩২৯ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছে ৮৬ কোটি ৮৫ লাখ ৯১ হাজার ২৯৬ টাকা।

এমআই/জেডএস