‌‘বদি’ নামে পরিচিত ছিলেন প্রয়াত অভিনেতা আব্দুল কাদের। এই মানুষটির অভিনয় ক্যারিয়ারের কথা উঠলে প্রথমেই চলে আসে ‘কোথাও কেউ নেই’ নাটকের নাম। বিটিভির জনপ্রিয় এই ধারাবাহিক নাটকটি রচনা করেন হুমায়ূন আহমেদ। পরিচালনা করেন বরকত উল্লাহ। 

‘কোথাও কেউ নেই’ নাটকের আলোচিত চরিত্র বাকের ভাই (আসাদুজ্জামন নূর) , মুনা (সূবর্ণা মুস্তাফা), বদি (আব্দুল কাদের) ও মজনু (লুৎফর রহমান জর্জ)। বাকের ভাইয়ের সার্বক্ষণিক সঙ্গী ছিলেন বদি ও মজনু। 

বদির চলে যাওয়ায় শোক প্রকাশ করেন মুনা। সূবর্ণা মুস্তাফা ফেসবুকে শোক প্রকাশ করে লেখেন, ‘১৯৮৬ সালে ফরিদি ও আমি ভারতে যাচ্ছিলাম। ফ্লাইট ছিল পরের দিন। আমাদের দরজায় কেউ একজন কড়া নাড়লেন। দরজা খুলে দেখি কাদের ভাই ইনস্ট্যান্ট ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছেন। সেটি আমাদের দিয়ে বললেন, ‘ইন্ডিয়া যাবা, সুন্দর সুন্দর জায়গা দেখবা আর ছবি তুলবা’। এমনই ছিলেন কাদের ভাই। তখন আমাদের কোনো ক্যামেরা ছিল না। কাদের ভাই সেটি কীভাবে জানলেন আমার কোনো ধারণা নেই এখন পর্যন্ত। এটি আমার সবচেয়ে প্রিয় স্মৃতিগুলোর একটি। শান্তিতে থাকুন কাদের ভাই। আমরা আপনাকে ভালোবাসি।’

‘কোথাও কেউ নেই’ নাটকের দৃশ্যে আব্দুল কাদের, হুমায়ুন ফরিদী ও সুবর্ণা মুস্তাফা

‘কোথাও কেউ নেই’-এর প্রতিটি পর্ব দর্শকদের মাঝে আলোচনা তৈরি করতো। পাশাপাশি ‘বাকের ভাই’ চরিত্রটির ফাঁসির জন্য দর্শকরা প্রতিবাদমুখর হয়ে রাস্তায় বেরিয়ে আসে। রাস্তায় মিছিল নামে। দেয়ালে প্রতিবাদ লেখা হয়। চলে সমাবেশ। বাংলাদেশের বিভিন্ন স্থানে লোকজন মিছিল করে স্লোগান দিতে থাকে।

এই ধারাবাহিক নাটকটি আসাদুজ্জামান নূরের ক্যারিয়ারে ব্যাপক প্রভাব ফেলে। পাশাপাশি নাটকের প্রতিটি চরিত্র আজও সেই সময়ের দর্শকদের কাঝে সমানভাবে জনপ্রিয়। 

প্রসঙ্গত, চলতি বছর আবারো নাটকটি প্রচার শুরু করে বিটিভি। 

এমআরএম