২৫ বছর পূর্তিতে শিরোনামহীনের কাশফুলের শহর দেখা!
আসছে পহেলা বৈশাখ ২৫ বছর পূর্তি হবে দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনের। আর সিলভার জুবিলির এই বিশেষ দিনে ব্যান্ডটি প্রকাশ করতে পারে নিজের নতুন গান-ভিডিও ‘কাশফুলের শহর দেখা’। এরইমধ্যে গানটির কয়েক সেকেন্ডর টিজারও প্রকাশিত হয়েছে। যা দেখে পুরো গানটি দেখার অপেক্ষার প্রহর গুণছেন তাদের ভক্তরা।
শিরোনামহীনের প্রতিষ্ঠাতা সদস্য, বেজ গিটারিস্ট ও গীতিকবি জিয়াউর রহমান জিয়া জানান, গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে গত বছর করোনা পরিস্থিতির আগেই। ভিডিও ধারণ অর্ধেক সম্পন্ন হওয়ার পর লকডাউনের কারণে কাজটি পিছিয়ে যায়। কারণ গানটির ভিডিও নির্মাতা নাইমুল বনিন থাকেন আমেরিকায়।
বিজ্ঞাপন
জিয়া বলেন, ‘আমাদের ভিডিও করতেই লকডাউনের আগে আমেরিকা থেকে দেশে এসেছিলেন বনিন। পরে আবার আমেরিকায় ফিরে যায়। এরপর লকডাউন শিথিল হলে সে আবার বাংলাদেশে আসে এবং ভিডিওর বাকি শুটিং সম্পন্ন করে। সম্প্রতি সে ভিডিওটির টিজার আমাদেরকে দিয়েছে। পুরো ভিডিওর সম্পাদনা চলছে। ২৫ বছর পূর্তির বিশেষ সময়টাতে গান-ভিডিওটি প্রকাশ করার ইচ্ছে আমাদের। কোনো কারণে ভিডিওর কাজ সম্পন্ন না হলে আসছে ঈদে গানটি পাবেন শ্রোতারা।’
বিজ্ঞাপন
তিনি আরও জানান, গানটি তাদের শেষ অ্যালবামের ‘শনশন, যদিও কাশবন’ এর সিক্যুয়াল। উড়ে আসা কাশফুলের পয়েন্ট অফ ভিউ থেকে সেইসব ঘটনার বর্ণনা করা হয়েছে এই গানে।
শিরোনামহীনের সদস্যরা হলেন-জিয়াউর রহমান জিয়া (বেজ), কাজী আহমেদ শাফিন (ড্রামস), শেখ ইশতিয়াক (ভোকাল), দিয়াত খান (গিটার) ও সাইমন চৌধুরী (কি-বোর্ড)।
আরআইজে