প্রতিবছর জাঁকজমকভাবে বিয়ে পিঁড়িতে বসেন তারকারা। কিন্তু এবছর করোনার কারণে বেশিরভাগ তারকা বিয়ে সেড়েছেন পারিবারিকভাবে। জেনে নেয়া যাক ২০২০ সালে গাঁটছড়া বাঁধলেন কোনো তারকারা।

টয়া ও শাওন

বিয়ে দিয়েই জানা গেলো প্রেম করতেন টয়া ও শাওন
মুনতাহিনা টয়া ও শাওন। দুজনই ছোটপর্দার জনপ্রিয় মুখ। বিয়ের আগে তাদের প্রেমের খবর আসেনি গণমাধ্যমে। ২৯ ফেব্রুয়ারি বিয়ে করেন এই তারকা জুটি। করোনার কারণে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তারা। 

শওকত আলী ইমন ও হৃদিতা রেজা

সংবাদ পাঠিকাকে বিয়ে করেছেন শওকত আলী ইমন
সঙ্গীত পরিচালক ও সঙ্গীতশিল্পী শওকত আলী ইমন। প্রথম বিয়ে বিচ্ছেদের পর দীর্ঘদিন একা ছিলেন তিনি। অবশেষে এবছর গাঁটছড়া বাঁধলেন এই তারকা। ২৭ ফেব্রুয়ারি সংবাদ পাঠিকা হৃদিতা রেজাকে বিয়ে করেন তিনি। 

পরীমনি ও কামরুজ্জামান রনি

৩ টাকা দেনমোহরে বিয়ে করেছেন পরীমনি
হুট করেই বিয়ের খবর দেন চিত্রনায়িকা পরীমনি। সাংবাদিক ও লাভগুরু তামিম হাসানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তার। বিচ্ছেদের কয়েক মাসের মধ্যেই বিয়ের খবর আসে পরীমনির। নির্মাতা কামরুজ্জামন রনিকে বিয়ে করেন তিনি। ৯ মার্চ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন তারা। যদিও শোনা যাচ্ছে বিচ্ছেদও হয়ে গেছে তাদের। তবে এ নিয়ে কিছু জানাননি পরীমনি। 

নুসরাত ফারিয়া ও রনি রিয়াদ রশিদ

৭ বছর প্রেম শেষে নুসরতা ফারিয়ার বিয়ে
জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। নায়িকাদের বিভিন্ন প্রেমের গুঞ্জন থাকে। তবে নুসরাত ফারিয়া এমন গুঞ্জনে ছিলেন না কখনো। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি বলেন বিয়ে করলে সবাই জানবে। অবশেষে বিয়ে দিয়েই প্রেমিকের কথা জানালেন তিনি। ২১ মার্চ বিয়ে করেন তিনি। বরের না রনি রিয়াদ রশিদ। 

লকডাউন শেষে কর্ণিয়ার বিয়ে  

লকডাউন শেষে কর্ণিয়ার বিয়ে  
অনেকের মত হুট করে বিয়ের খবর দেন সঙ্গীতশিল্পী কর্ণিয়া। ২৭ জুলাই মিউজিশিয়ান নাবিল সালাউদ্দিনকে বিয়ে করেন তিনি। আরো আগে তাদের বিয়ের কথা ছিল। কিন্তু করোনা কারণে পিছিয়ে যায় বিয়ে। 

শমী কায়সার ও রেজা আমিন

আলোচিত বিয়ে শমী কায়সারের
এববছর সবচেয়ে আলোচিত বিয়ে অভিনেত্রী শমী কায়সারের। ব্যবসায়ী রেজা আমিনকে ২৭ সেপ্টম্বর বিয়েকরেন এই অভিনেত্রী। তাদের বিয়েতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচনা তৈরি হয়। যদিও তারকাদের অনেকে এই সমালোচনার প্রতিবাদ করেছেন। নবদম্পতী জানিয়েছেন শুভেচ্ছা।

অর্ণব ও সুনিধি নায়েক

কলকাতার সঙ্গীতশিল্পীকে বিয়ে করেন অর্ণব
অনেকদিন ধরে পশ্চিমবঙ্গে ছিলেন অর্ণব। হঠাৎ উধাও হওয়ার পর শান্তিনেকতনে সময় কাটিয়েছেন অর্ণব। সেখানেই প্রেম হয় সঙ্গীতশিল্পী সুনিধি নায়েকের সঙ্গে। তাদের প্রেমের খবর সবারই জানা। একটি অনুষ্ঠানে এসেও তাদের বিভিন্ন কথা জানান অর্ণব ও সুনিধি। ২৮ অক্টোবর বিয়ে করেন তারা। 

অপর্ণা ঘোষ ও সত্রাজিৎ

দীর্ঘদিনের বন্ধুকে বিয়ে করেন অপর্ণা ঘোষ
বছরের শেষে বিয়ে করেন অপর্ণা ঘোষ। দীর্ঘদিনের বন্ধু সত্রাজিতের সঙ্গে গাঁটছড়া বাঁধেন এই অভিনেত্রী। চট্টগ্রামের আগ্রাবাদের একটি মন্দিরে ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে হয় তাদের। 

এমআরএম