অভিযোগ নেই যে ১০ তারকার বিচ্ছেদে
তারকাদের বিচ্ছেদ মানেই বিতর্ক ও অভিযোগ। নিজেদের একসঙ্গে না থাকার বিভিন্ন নেতিবাচক কারণ উঠে আসে খবরে। কিন্তু এমন অনেক তারকা জুটিও রয়েছেন যাদের বিবাহ বিচ্ছেদে অভিযোগ নেই। দুজনের সম্মতিতে বিচ্ছেদ হয়েছে। এরপরও দুজনের মধ্যে রয়েছে ভালো সম্পর্ক ও সম্মানবোধ। এমন ১০জন তারকার খবর জেনে নেয়া যাক-
পেটে ওয়েন্তজ ও অ্যাশলি সিম্পসন
মার্কিন রক ব্যান্ড ‘ফল আউট বয়েজ’-এর বেজিস্ট পেটে ওয়েন্তজ। এক সন্তানের জন্ম দেয়ার পর তিনি অ্যাশলি সিম্পসনের সঙ্গে দাম্পত্য সম্পর্ক ছিন্ন করেন। তাদের শিশুসন্তানের নাম ব্রোনেক্স। এরপর অ্যাশলি বিয়ে করেন ইভ্যান রস নামে এক ব্যক্তিকে। বিচ্ছেদের পর ওয়ান্তজ দাবি করেন যে অ্যাশলির সঙ্গে বিয়ের সময় তিনি পরিপক্ক বয়সে ছিলেন না। কিন্তু অ্যাশলির কোনো দোষের কথা তিনি বলেননি। অ্যাশলি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের সন্তানের বাবা মা আমরা। বিচ্ছেদের পরে আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’ ২০০৮ সালে বিয়ে করেন তারা। বিচ্ছেদ হয় ২০১১ সালে।
বিজ্ঞাপন
কর্টিনি কক্স ও ডেভিড আর্কেট
হলিউডের সবচেয়ে আলোচিত দম্পতি ছিলেন কর্টিনি কক্স এবং ডেভিড আর্কেট। ১১ বছর একসঙ্গে থাকার পর উভয়ের ঐক্যমতে বিচ্ছেদ হয়। ডেভিড আর্কেট বলেন, ‘আমি কক্সকে ভালোবাসি এবং সেও আমাকে ভালোবাসে। বিচ্ছেদের পরেও আমাদের মধ্যে অস্বাভাবিক কোনো সম্পর্ক গড়ে উঠেনি।’ সাবেক এই তারকা দম্পতির একমাত্র মেয়ে কোকো। মেয়েকে দুজনই নিয়মিত সময় দেন। ১৯৯৯ সালে বিয়ে করেন তারা। বিচ্ছেদ হয় ২০১৩ সালে।
লেনি ক্রাভিটজ ও লিসা বোনেট
সঙ্গীতশিল্পী লেনি ক্রাভিটজ এবং অভিনেত্রী লিসা বোনেট জনপ্রিয় তারকা জুটি। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর বিচ্ছিন্ন হয়ে যান তারা। তাদের একমাত্র মেয়ে জোকে দুজন এখন পর্যন্ত দেখাশোনা করেন। লেনি ক্রাভিটজ বলেন, ‘আমদের সম্পর্কের প্রথমদিনের মত আজও আমাদের সম্পর্ক রয়েছে। আমাদের মেয়ে আমাদের কাছেই বড় হচ্ছে।’ ১৯৮৭ সালে বিয়ে করেন তারা। বিচ্ছেদ হয় ১৯৯৩ সালে।
বিজ্ঞাপন
জেনিফার লোপেজ ও মার্ক অ্যান্থনি
৭ বছর দাম্পত্য সম্পর্ক ২০১১ সালে বিচ্ছেদ হয় জেনিফার লোপেজ ও মার্ক অ্যান্থনির। ২০১২ সালে ইউএস ম্যাগাজিনকে এই প্রসঙ্গে লোপেজ বলেন, ‘আমরা একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবো এবং আমরা আমাদের সন্তানদের ভালোবাসি।’ ২০০৪ সালে বিয়ে হয় তাদের।
ব্রুস উইলস ও ডেমি ম্যুর
নব্বইয়ের দশকের উজ্জ্বল তারকা ছিলেন ব্রুস উইলস ও ডেমি ম্যুর। ১৯৮৭ সালে বিয়ে করেন তারা। ১৩ বছর একসঙ্গে থাকার পর ২০০০ সালে বিচ্ছেদ হয় এই তারকা জুটির। তবে কোনো বিতর্ক তৈরি হয়নি। পরবর্তীতে জানা যায় পরস্পরের সিদ্ধান্তে বিচ্ছেদ হয় তাদের। পরে ম্যুর বিয়ে করেন অ্যাশটন কুচারকে।
গুয়েনেথ প্যালট্রো এবং ক্রিস মার্টিন
প্রায় এক দশক একসঙ্গে থাকার পর এই দম্পতির বিচ্ছেদ হয়ে যায়। তাদের দুই সন্তান রয়েছে। ২০১৪ সালে তাদের বিচ্ছেদ হয়। এক সাক্ষাৎকারে মার্টিন বলেন, ‘আমরা সম্পর্কের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। যতদিন একসঙ্গে ছিলাম প্রতিশ্রুতি ঠিক রেখেছি। এখন আমরা কোনো রোমান্টিক সম্পর্কে নেই। কিন্তু আমাদের সন্তানদের প্রতি দায়িত্ব দুজনই ঠিক রেখেছি।’ ২০০৩ সালে বিয়ে করেন গুয়েনেথ প্যালট্রো এবং ক্রিস মার্টিন।
দিনা মেনজেল এবং তায়ে ডিগস
১০ বছর সংসার করার পর বিচ্ছেদ হয় ইদিনা মেনজেল এবং তায়ে ডিগসের। তাদের সন্তানও রয়েছে। ডিগস বিচ্ছেদের সময় মন্তব্য করেছিলেন, ‘আমরা দুজনেই আমাদের সন্তানদের ভালোবাসি।’ পরবর্তীতে ডিগস বিয়ে করেন মডেল আমানজা স্মিথ এবং মেনজেল বিয়ে করেন অভিনেতা আরোন লহর। ২০০৩ সালে বিয়ে করেন তারা। বিচ্ছেদ হয় ২০১৩ সালে।
ফ্রান ড্রেচার এবং পিটার মার্ক জ্যাকোবসন
পিটার মার্ক জ্যাকোবসনের সঙ্গে ফ্রান ড্রেচারের প্রথম দেখা হয় ১৫ বছর বয়সে। তারা একসঙ্গে ২১ বছর সংসার করার পর পিটার মার্ক জ্যাকবসন স্বীকার করেন যে তিনি একজন সমকামী পুরুষ। এই কারণে ফ্রান ড্রেচারের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। ১৯৭৮ সালে বিয়ে হয় তাদের। বিচ্ছেদ হয় ১৯৯৯ সালে।
ক্রিস্টি ব্রিংকলি এবং বিলি জোয়েল
৯ বছর সংসার করার পর ক্রিস্টি ব্রিংকলি এবং বিলি জোয়েলের বিচ্ছেদ হয়। পরে জোয়েলের বিয়ে হয় অ্যালেক্সিস রোডরিকের সঙ্গে। ব্রিংকলি মিডিয়ায় বলেছেন, জোয়েলের সঙ্গে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এখনও জোয়েলের যাতায়াত রয়েছে।’ ১৯৮৫ সালে বিয়ে হয় তাদের। বিচ্ছেদ হয় ১৯৯৪ সালে।
রিজ উইদার্সপুন এবং রায়ান ফিলিপ
১৯৯৯ সালে বিয়ে করেন রিজ উইদার্সপুন এবং রায়ান ফিলিপ। এই দম্পতির দুই সন্তান রয়েছে। ৮ বছর সংসার করার পর তাদের বিচ্ছেদ হয়ে যায় ২০০৭ সালে। উইদার্সপুন পরে জিম তথকে বিয়ে করেন এবং ফিলিপ বিয়ে অ্যালেক্স ন্যাপকে। তবে ফিলিপ এখন নিঃসঙ্গ জীবনযাপন করছেন।
এমআরএম/আইজেকে