করোনার বিধি ভাঙলেন সালমানের দুই ভাই, থানায় অভিযোগ
আরবাজ খান ও সোহেল খানের মাঝে সালমান খান, ছবি : সংগৃহীত
করোনাকালে ভারত সরকারের নিয়ম ভাঙার অভিযোগ উঠেছে বলিউড সুপারস্টার সালমান খানের ভাই আরবাজ খান, সোহেল খান ও তার ছেলে নির্বাণ খানের বিরুদ্ধে। মহামারি এই সংক্রমণ রোধে তারা কোয়ারেন্টিনের নিয়ম মানেনি বলে অভিযোগ রয়েছে।
কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাত থেকে মুম্বাই ফেরেন খান পরিবারের এই তিন সদস্য। বিধি অনুযায়ী নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার কথা। সেজন্য তারা হোটেলও বুক করেছিলেন। তবে হোটেলে না থেকে তাদের বিরুদ্ধে সে সময় বাড়িতে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
উক্ত অপরাধের কারণে সালমান খানের এই তিন স্বজনের বিরুদ্ধে বৃহন্নুম্বাই পৌরসভা (বিএমসি) খার থানায় ১৮৮ ও ২৬৯ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
বিএমসির অভিযোগে বলা হয়, ২৫ ডিসেম্বর দুবাই থেকে মুম্বাই ফেরার পর আরবাজ খান, সোহেল খান ও নির্বাণ খানকে একটি হোটেলে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা তা না করে বাড়িতে চলে যান। এরপর খবর পেয়ে সোমবার (৪ জানুয়ারি) পৌরসভার এক কর্মকর্তা সোহেল খানের বাসভবন পরিদর্শন করেন। তখন সোহেল খান ওই কর্মকর্তাকে বলেন, তাদের তিনজনেরই করোনা রিপোর্ট নেগেটিভ, তাই তারা হোটেলে না গিয়ে বাড়িতে চলে এসেছেন।
বিজ্ঞাপন
ঘটনাটি শোনার পরপরই বিএমসি বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয় এবং থানায় অভিযোগ দায়ের করে।
এখন দেখার বিষয় উত্ত অভিযোগের ভিত্তিতে কি শাস্তি অপেক্ষা করছে সালমান খানের দুই ভাই ও ভাতিজার জন্য!
আরআইজে