সাইমন সাদিক, ছবি: সংগৃহীত

বরাবরের মতো এবারও কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘টেলি সিনে ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যাল-২০২১’। এ বছর এই উৎসবের জুরিবোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন সাইমন সাদিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই নায়ক নিজেই।

এবারই প্রথম কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিবোর্ডের সদস্য হলেন তিনি। উচ্ছ্বসিত সাইমন বলেন, ‘‘টেলি সিনে ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যাল-২০২১’-এর জুরিবোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পেয়ে খুব ভালো লাগছে। আশাকরি এখান থেকে ভালো কিছু অভিজ্ঞতা হবে। চেষ্টা করবো সঠিকভাবে নিজের দায়িত্ব পালন করতে।”

নিজের প্রথম বিজ্ঞাপনচিত্রে সাইমন 

উৎসবটির আয়োজন করছে ‘দ্য টেলি সিনে সোসাইটি’। এরইমধ্যে সিনেমা জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আগ্রহী নির্মাতারা এই উৎসবে সিনেমা জমা দিতে পারবেন। প্রতিযোগিতায় সেরা ১০ জনকে বিজয়ী হিসেবে নির্বাচন করা হবে বলেও জানান সাইমন।

উল্লেখ্য, সাইমন সাদিক কিছুদিন আগে প্রথমবারের মতো বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। তার করা এভিয়েশন কম্পানির ওই বিজ্ঞাপনটির প্রচার শুরু হবে শিগগিরই। এতে সাইমনের সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি।

‘টেলি সিনে ইন্টারন্যাশনাল শর্টফিল্ম ফেস্টিভ্যাল-২০২১'-এর পোস্টার

বর্তমানে ‘আনন্দ অশ্রু’, ‘কাজের ছেলে’সহ বেশ কিছু সিনেমার কাজ করছেন কিশোরগঞ্জের এই যুবক। তার অভিনীত মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে উল্লেখযোগ্য ‘পোড়ামন’, ‘পুড়ে যায় মন’, ‘ব্ল্যাকমানি’, ‘জান্নাত’ প্রমুখ।

আরআইজে