রনবীরের প্রাক্তন প্রেমিকার প্রশংসায় আলিয়া
রনবীর কাপুর ও আলিয়া ভাট প্রকাশ্যেই প্রেম করছেন। আলিয়ার আগেও বলিউডের দুই শীর্ষ নায়িকার সঙ্গে প্রেম ছিল রনবীরের। তারা হলেন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। দুজনের সঙ্গেই আলিয়ার ভালো সম্পর্ক। বিশেষে করে ক্যাটরিনার সঙ্গে প্রায় ছবি শেয়ার করেন তিনি।
মঙ্গলবার (৫ জানুয়ারি) জন্মদিন দীপিকা পাড়ুকোনের। ৩৫-এ পা দিলেন এই বলিউড সুন্দরী। এই উপলক্ষে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানান আলিয়া। তিনি বলেন, ‘শুভ জন্মদিন দীপি। তুমি যেমন সুন্দর তেমনি আত্মবিশ্বাসী একজন অভিনেত্রী। তোমার সঙ্গে আরো অনেক বেশি ঘুরতে চাই।’
বিজ্ঞাপন
আলিয়া ছাড়াও দীপিকাকে জন্মদিনে বলিউডের অনেক তারকা শুভেচ্ছা জানান। জন্মদিন দীপিকা কীভাবে কাটাবেন তার কিছু প্রকাশ করেননি।
বছরের শুরুতে ভক্তদের চমকে দেন দীপিকা। সামাজিক মাধ্যম থেকে সব পোস্ট ডিলিট করেন তিনি। পুরোনো বছরের শেষ সময়ে এমনটা ঘটালেন এই বলিউড সুন্দরী। ইনস্টাগ্রামে তিনি একটি অডিও পোস্ট করে বিষয়টি জানান। সেখানে দীপিকা বলেন, ‘২০২০ অনেকের জন্য অনিশ্চয়তায় ভরা বছর ছিল। কিন্তু আমার কাছে ছিল কৃতজ্ঞতার। এই বছর শিখিয়েছে থেমে না গিয়ে কীভাবে পরিস্থিতির সঙ্গে তাল মেলাতে হয়। ২০২১ সবার মনে শান্তি বয়ে আনুক, সকলে সুস্থ থাকুক।’
বিজ্ঞাপন
টাইমলাইন আবারো নতুন করে সাজাচ্ছেন দীপিকা। জন্মদিনের আগে ভ্রমণের ছবি পোস্ট করেন। এই মুহূর্তে রাজস্থানে ঘুরছেন তিনি। রাজস্থানের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে ছবি পোস্ট করছেন দীপিকা। এরমধ্যে করেছেন বাঘ দর্শন। রণবীর সিংও এই ভ্রমণের বেশ কিছু ছবি পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে।
এমআরএম