‘গহীনের গান’ সিনেমার দৃশ্য

১৯ তম 'ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১'-এ দেখানো হবে আসিফ আকবর অভিনীত সংগীত বিষয়ক পূর্ণদৈর্ঘ্য সিনেমা 'গহীনের গান'। আগামী ১৭ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। এর এ জন্য খরচ পড়বে ৫০ টাকা।

প্রথমবারের মতো নায়ক হয়ে এ সিনেমায় হাজির হন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। বাংলাঢোল প্রযোজিত সিনেমাটি মুক্তির পর থেকেই আলোচনা তৈরি করে ও প্রশংসিত হয়। এবার 'ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১'-এর 'বাংলাদেশ প্যানারোমা' বিভাগে দেখানো হবে এটি। প্রদর্শনীতে উপস্থিত থাকবেন সিনেমার প্রযোজক ও শিল্পী-কুশলীদের অনেকেই।

‘গহীনের গান’ সিনেমার দৃশ্য 

বাংলাঢোলের ব্যবস্থাপনা প্রযোজক এনামুল হক বলেন, ‘একটি বড় আয়োজনে বিশ্বের সেরা ছবিগুলোর সঙ্গে আমাদের ছবিটি দেখানো হচ্ছে, এটি খুবই আনন্দের সংবাদ। এর ফলে নতুন করে অনেকেই সিনেমাটি উপভোগ করতে পারবেন।'

তিনি আরও জানান, একই উৎসবে বাংলাঢোলের আরেকটি ছবি নির্বাচিত হয়েছে, এর নাম 'কাসিদা অব ঢাকা'। ১৯ জানুয়ারি সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে দেখানো হবে অনার্য মুর্শিদ পরিচালিত প্রামাণ্যচিত্রটি।

‘গহীনের গান’ সিনেমার দৃশ্য 

উল্লেখ্য, 'গহীনের গান' নির্মাণ করেছেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন। আসিফ আকবর ছাড়াও এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, তানজিকা আমিন, তমা মির্জা, আমান রেজা, কাজী আসিফ রহমান, তুলনা আল হারুন প্রমুখ। এতে ব্যবহার করা হয়েছে আসিফ আকবরের গাওয়া নয়টি গান। বেশিরভাগেরই কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তরুণ মুন্সী।

আরআইজে