বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দীপ্ত টিভির বিশেষ প্রামাণ্যচিত্র ‘বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’। প্রচারিত হবে আজ সকাল ৮টা ৩৫মিনিটে।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয় অর্জনের দু’দিন আগে নিশ্চিত পরাজয় বুঝতে পারে পাকিস্তানি হানাদার বাহিনী। তাই বাঙালির বিরুদ্ধে রোষের শেষ বহিঃপ্রকাশ করেন তারা। আলবদর বাহিনীরা হত্যা করে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের। 

যাঁরা ছিলেন স্বাধীন বাংলাদেশের নানামাত্রিক কারিগর। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে মিরপুর এবং রায়েরবাজারে যে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ তৈরী হয়েছে। সেই স্মৃতিসৌধের নির্মাণ কাহিনীকে আলোকপাত করে দীপ্ত টিভির প্রযোজনায় নির্মিত হয়েছে বিশেষ প্রামাণ্যচিত্র ‘বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’। 

প্রামাণ্যচিত্রটির গবেষণা, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন কিশোর খন্দকার।

এমআরএম