১০ মিনিটে মেকাপ করা শেখালেন প্রিয়াংকা
নিজেকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে মেকাপের সাহায্য নিয়ে থাকেন রূপ সচেতন নারীরা। মেকাপ নিয়ে নারীদের ভাবনার যেন শেষ নেই। মেকাপের মাধ্যমে নিজেকে আরও সুন্দর করে তোলার জন্য এক ধরনের প্রতিযোগিতাও চলে নারীদের। নতুন কোনো মেকাপ সামগ্রী এলেই তা পেতে মরিয়া হয়ে ওঠেন মেকাপপ্রিয় নারীরা।
তবে কর্মব্যস্ত নারীরা মেকাপ নিয়ে থাকেন দুশ্চিন্তায়। কাজের পেছনে ছুটতে গিয়ে মেকাপের পেছনে বেশি সময় দিতে পারেন না তারা। সেই সব নারীদের জন্য সমাধান নিয়ে এলেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।
বিজ্ঞাপন
মাত্র ১০ মিনিটে মেকাপ সেরে ফেলার একটি ফমুর্লা বাতলে দিয়েছেন তিনি। আর এই ফর্মুলাতেই নিজের মেকাপ সেরে থাকেন বলে জানিয়েছেন নিক জোনাস পত্নী। দশ মিনিটে নিজের মেকাপ করার একটি ভিডিও ইন্সটাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী। সেটি প্রিয়াংকা ভক্তরা এতটাই পছন্দ করেছেন যে এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে।
প্রিয়াংকার সেই ভিডিওতে দেখা যায়, মোবাইলে সেলফি ক্যামেরায় নিজের মেকাপের দৃশ্য ধারণ করছেন ‘বিশ্বসুন্দরী’। দিয়েছেন যথাযথ টিপসও। শুরুতে সামান্য ফাউন্ডেশন তারপর হালকা ব্লাশ ও হালকা লিপস্টিক এবং শেষ মেসি বান করেন অভিনেত্রী। এরপর বেরিয়ে পড়েন রাস্তায়।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে প্রিয়াংকা চোপড়া অভিনীত নতুন সিনেমা 'দ্য হোয়াইট টাইগার'। এতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন রাজকুমার রাও।
আরআইজে