বুবলী, ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায়। প্রথম সিনেমা ‘বসগিরি’ দিয়েই জনপ্রিয়তা পান তিনি। বুবলী এবার খুলছেন নিজের অফিসিয়ালি ইউটিউব চ্যানেল। নিজের নামেই এটির নাম রেখেছেন ‘বুবলী’।

গেল বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে চ্যানেলটির যাত্রা শুরু করেন তিনি। শুরুতেই নিজের ফটোশুটের একটি ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। ৪৫ সেকেন্ডের এই ভিডিওতে এখন চোখ বুলাচ্ছেন তাঁর ভক্তরা।

বুবলী, ছবি : সংগৃহীত 

কিন্তু হঠাৎ ইউটিউব চ্যানেল খুললেন কেন বুললী? নায়িকা জানান, ব্যক্তিগত ব্লগ, সিনেমার প্রমোশন, শুটিংয়ের বিহাইন দ্য সিন, সামাজিক সচেতনতামূলক ভিডিওসহ বিভিন্ন বিষয়ে মতামত দিতেই তাঁর এই ইউটিউব চ্যানেল।

বুবলী বলেন, ‘অনেক আগ থেকেই পরিকল্পনা ছিল ইউটিউব চ্যানেল খোলার। সময় সুযোগের অভাবে এতদিন হয়ে ওঠেনি। এবার খুলে ফেললাম।’

অভিনেত্রী আরও যোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়মিত পাওয়া যায় না এ নিয়ে সবসময় অনেকে টেক্সট পাঠায়। যারা আমাকে পছন্দ করেন তাদের সঙ্গে যুক্ত হতেই এবার ইউটিউবে সক্রিয় হলাম। ভেরিফায়েড পেজ, ইনস্টগ্রামের পর এবার ইউটিউবেও দর্শকরা আমার নিয়মিত আপডেট পাবেন।’ 

আরআইজে