বিএসএমএমইউতে শিশু কিডনি রোগের চিকিৎসায় নতুন গাইডলাইন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশু কিডনি রোগের সমন্বিত চিকিৎসা বিষয়ক ন্যাশনাল গাইডলাইনের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি বিভাগের উদ্যোগে তৈরিকৃত গাইডলাইনটির সার্বিক সহায়তায় ছিলে স্বাস্থ্য অধিদপ্তর।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিএসএমএমইউয়ের ডা. মিল্টন হলে গাইডলাইনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এ সময় শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ, ছাত্রছাত্রীসহ সারাদেশে চিকিৎকদের জন্য শিশু কিডনি রোগ ও চিকিৎসা বিষয়ক ৫টি বইয়েরও মোড়ক উন্মোচন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএসএমএমইউয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু কিডনি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম মাঈনউদ্দিন।
বিশ্ববিদ্যালয়ের শিশু কিডনি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. গোলাম মাঈনউদ্দিনের তত্ত্বাবধানে গাইডলাইনটি তৈরি করা হয়েছে। এছাড়াও শিশু স্বাস্থ্য ও শিশু কিডনি ও রোগ সম্পর্কিত ৫টি বইয়ের তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. রনজিত রঞ্জণ রায়। শিশু স্বাস্থ্য ও শিশু কিডনি ও রোগ সম্পর্কিত বই ৫টি হলো-হ্যান্ডবুক অব পেডিয়াট্রিক নেফ্রোলজি, শিশুর স্বাস্থ্যকথা, প্রাকটিক্যাল পেডিয়াট্রিক ক্লিনিক্যাল মেথড, পেডিয়াট্রিক স্টুডেন্টস ম্যানুয়াল এবং পেডিয়াট্রিক প্র্যাকটিশনার্স ম্যানুয়াল।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘স্বাভাবিকভাবেই শিশুরা তাদের রোগের উপসর্গ যথাযথভাবে বলতে না পারায় শিশুদের চিকিৎসাসেবা দেয়াটা একটু জটিল। শিশু কিডনি রোগের সমন্বিত চিকিৎসা বিষয়ক ন্যাশনাল গাইডলাইন প্রকাশ শিশু কিডনী রোগের চিকিৎসার ক্ষেত্রে মাইলফলক হয়ে থাকবে।’
তিনি বলেন, ‘ন্যাশনাল গাইডলাইনের মাধ্যমে সারাদেশের শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ, চিকিৎসক, ছাত্রছাত্রীবৃন্দসহ অন্যান্য চিকিৎসকরাও শিশু কিডনী রোগের উন্নত ও যথাযথ চিকিৎসা প্রদানের ক্ষেত্রে সঠিক ধারণা পাবেন। যা প্রকৃতপক্ষে, শিশু কিডনি রোগীদের জন্য কল্যাণ বয়ে আনবে এবং শিশুদের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান বলেন, ‘এটা একটি মহৎ কাজ। শিশু কিডনি রোগের সমন্বিত চিকিৎসক বিষয়ক ন্যাশনাল গাইডলাইনের মাধ্যমে চিকিৎসকদের শিশু কিডনি রোগীদের চিকিৎসাসেবা প্রদানে অনেক সুবিধা হবে এবং শিশুরাও উপকৃত হবে।’
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘শিশু কিডনি রোগের সমন্বিত চিকিৎসক বিষয়ক ন্যাশনাল গাইডলাইন শিশুদের অসংক্রামক রোগের সঠিক চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, নবজাতক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, শিশু কিডনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. রনজিত রঞ্জণ রায়, অধ্যাপক ডা. আফরোজা বেগম, সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ সাইমুল হক, সহকারী অধ্যাপক ডা. তাহমিনা জেসমিন, সহকারি অধ্যাপক ডা. আব্দুলাহ আল মামুনও উপস্থিত ছিলেন।
টিআই/এনএফ