জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
জাপানের পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় শক্তিশালী ৭ দশমিক এক মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করা হয়নি বলে জানিয়েছে জাপানি কর্তৃপক্ষ। তবে জাপানের পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকাজুড়ে কম্পন অনুভূত হয়েছে।
বিজ্ঞাপন
জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) বলেছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ফুকুশিমার কাছে ৬০ কিলোমিটার ভূগর্ভে রাত ১১টা ৮ মিনিটে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ২০১১ সালে ফুকুশিমার কাছে উৎপত্তি হওয়া শক্তিশালী এক ভূমিকম্পের পর সুনামি শুরু হয়। এতে দেশটিতে ১৮ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটে।
রাজধানী টোকিওতে এই কম্পন তীব্র ছিল বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। কিন্তু তাৎক্ষণিকভাবে এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
জেএমএ বলছে, শনিবারের শক্তিশালী ভূমিকম্পের পর ওই অঞ্চলে রিখটার স্কেলে ৪ দশমিক ৭ মাত্রার আফটার শক অনুভূত হয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, জাপানের পূর্বাঞ্চলের তোহুকু অঞ্চলের লাখ লাখ মানুষ ভূমিকম্পের পর বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনাকারী সংস্থা টিইপিসিও এক টুইট বার্তায় বলেছে, তারা পারমাণবিক বিদ্যুৎস্থাপনা তল্লাশি করছেন। জাপানের এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ২০১১ সালের ভূমিকম্প পরবর্তী সুনামিতে ধসে যায়।
উত্তর প্রশান্ত মহাসাগরের প্রান্ত ঘেঁষে জাপানের বৃহত্তম দ্বীপ তোহুকুর ছয়টি প্রশাসনিক অঞ্চলের একটি ফুকুশিমায় সেটি ছিল সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনা।
শনিবারের ভূমিকম্পের পর তোহুকু অঞ্চলের কিছু ট্রেনের সেবা বাতিল করা হয়েছে। এদিকে, দেশটির প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা ভূমিকম্পের পর মন্ত্রিসভার সদস্যদের জরুরি বৈঠকে তলব করেছেন।
দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে বলেছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলের সঙ্গে সমন্বয়ের জন্য সরকার একটি বিশেষ লিঁয়াজো অফিস স্থাপন করবে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস ফুকুশিমার কাছে ৫৪ কিলোমিটার ভূগর্ভে রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্প উৎপত্তি হয়েছে বলে জানিয়েছে।
সূত্র: এএফপি।
এসএস