করোনায় মৃতের সংখ্যা ২৪ লাখ ১১ হাজার ছাড়িয়েছে
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২৪ লাখ ১১ হাজার ছাড়িয়েছে এবং আক্রান্তের সংখ্যা ১০ কোটি ৯৩ লাখের বেশি।
শুরু থেকে করোনার পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো থেকে জানা যায়, বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ লাখ ১১ হাজার ৪৩৬ জন মারা গেছেন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার ২২৮ জন। এর মধ্যে সুস্থের সংখ্যা ৮ কোটি ১৪ লাখ ৬৯ হাজার ৭২৮ জন।
বিজ্ঞাপন
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে শনাক্ত হয়েছেন এ পর্যন্ত ২ কোটি ৮২ লাখ ৬১ হাজার ৪৭০ জন। এখন পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৯৭ হাজার ১৭৪ জন।
মৃতের সংখ্যায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। দেশটিতে মৃতের সংখ্যা ২ লাখ ৩৯ হাজার ২৯৪ জন। শনাক্তের সংখ্যা ৯৮ লাখ ৩৪ হাজার ৫১৩। আক্রান্তের দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে দেশটি
বিজ্ঞাপন
আক্রান্তের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ভারত, দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯ লাখ ১৬ হাজার ১৭২ জন। মৃতের সংখ্যা ১ লাখ ৫৫ হাজার ৭৬৪।
শনাক্তের সংখ্যায় রাশিয়ার অবস্থান চতুর্থ। এরপর রয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, ইতালির নাম। তালিকায় বাংলাদেশের নাম রয়েছে ৩৩ নম্বরে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তর সর্বশেষ যে তথ্য দিয়েছে সে তথ্য অনুযায়ী, দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট আট হাজার ২৭৪ জনের মৃত্যু হয়েছে। তার আগের ২৪ ঘণ্টায় করোনায় দেশে ১৩ জনের মৃত্যু হয়। দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ৪০ হাজার ৫৯২ জন।
এনএফ