চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ শ্যানডং রাজ্যের একটি স্বর্ণখনিতে অগ্নিকাণ্ডে ২ জনের মৃত্যু হয়েছে ও আরও ৪ জন নিখোঁজ রয়েছেন। বুধবার দেশটির রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম সিনহুয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

শ্যানডং রাজ্যের ঝাওইয়ান শহরের কাওজিয়াওয়া সোনার খনিতে সরঞ্জাম রক্ষণাবেক্ষণের সময় এই আগুনের সূত্রপাত হয় বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

গত জানুয়ারিতে ওই প্রদেশের পৃথক আরেকটি স্বর্ণখনিতে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছিল।

রক্ষণাবেক্ষেণ ও নিরাপত্তা দুর্বলতার কারণে চীনের খনিগুলোতে প্রায় নিয়মিতই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে থাকে। তবে জানুয়ারির ওই ঘটনার পর শ্যানডং রাজ্যের সরকার খনিগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়মিত তদারকের নির্দেশ দিয়েছিল।

সরকারের ওই নির্দেশনার এক মাসের মধ্যে আবারও দুর্ঘটনা ঘটল শ্যানডংয়ে।

সূত্র: রয়টার্স

এসএমডব্লিউ