গালওয়ান সংঘর্ষের নতুন ভিডিও সামনে আনলো চীন
সংঘর্ষে নিজেদের পাঁচ সেনা নিহতের কথা স্বীকারের পর নতুন ভিডিও সামনে আনলো বেইজিং
সীমান্তে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষের নতুন ভিডিও প্রকাশ করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ওই ভিডিওতে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা ও ভারতীয় সেনাদের সংঘর্ষের দৃশ্য দেখা যায়। গত বছরের জুনে হওয়া ওই সংঘর্ষে নিজেদের পাঁচজন সেনা নিহতের ঘটনা স্বীকারের পর নতুন এই ভিডিও সামনে আনলো দেশটি।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) চীনের মিডিয়া বিশেষজ্ঞ শেন সিওয়েই সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি বলেন, ভারতীয় সেনারা অবৈধভাবে চীনা সীমান্তে অনুপ্রবেশ করে। তাই চীনা সেনাবাহিনী ভারতীয় সেনাদের বাধা দেয়, এতে উভয়পক্ষের সংঘর্ষ বাঁধে। প্রকাশিত ওই ভিডিওতে একজন চীনা ও ভারতীয় সেনাকে উত্তপ্ত বাক্যবিনিময় করতে দেখা গেছে।
বিজ্ঞাপন
— Shen Shiwei (@shen_shiwei) February 19, 2021
এদিকে চীনা গণমাধ্যম গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশন কারাকোরাম পর্বতে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে নিহত পাঁচ চীনা সেনাকে শ্রদ্ধা জানিয়েছে। অন্যদিকে চীনের সরকারি সংবাদমাধ্যম পিপলস ডেইলি চায়না’য় বলা হয়েছে, মারা যাওয়া চারজন সেনাকে মরোনোত্তর পুরস্কার দেওয়া হয়েছে। গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন নিহত ও অপরজন উদ্ধারকাজ চলাকালীন নদীতে ডুবে মারা গিয়েছিলেন বলে জানানো হয়েছে।
গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে গালওয়ান সীমান্ত সংঘর্ষে প্রাণ হারানো কি ফাবাও, চেন হোংজুনম চেন জিয়াংগ্রোং, জিয়াও সিউয়ান এবং ওয়াং ঝৌরানকে সম্মান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। নিহতদের মধ্যে কি ফাবাও ছিলেন পিএলএ’র জিনজিয়াং মিলিটারি কমান্ডের রেজিমেন্টাল কমান্ডার।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গতবছরের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হয়। আর চীনের স্বীকারোক্তি অনুযায়ী, সংঘর্ষে দেশটির পাঁচ সেনা নিহত হয়। তবে ভারত অবশ্য ওই সময় দাবি করেছিল যে, গালওয়ানের ওই সংঘর্ষে চীনের কমপক্ষে ৩০ জন সেনা নিহত হয়েছে।
চুক্তির অনুযায়ী অস্ত্র ব্যবহার থেকে বিরত থাকার প্রতিশ্রুতির কারণে ওই সংঘর্ষে কোনো আগ্নেয়াস্ত্রের ব্যবহার হয়নি। গত চার দশকে প্রতিবেশী এই দেশ দুটির মধ্যে এটাই ছিল সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা।
সূত্র: এনডিটিভি
টিএম