যুক্তরাজ্যে ফ্লাইট বন্ধ করছে আরও দুই দেশ
প্রতীকী ছবি
করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তের কারণে যুক্তরাজ্যে যাত্রীবাহী সবধরনের ফ্লাইট বন্ধ রাখবে বলে ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা ও চিলি। রোববার (২০ ডিসেম্বর) দক্ষিণ আমেরিকার দেশ দুটির সরকার পৃথক বিবৃতিতে এ ঘোষণা দেয়।
বিবৃতিতে আর্জেন্টিনার স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ফ্লাইট চলাচলে স্থগিতাদেশ শুরুর আগে যুক্তরাজ্য থেকে ছেড়ে আসা শেষ বিমানটি সোমবার (২১ ডিসেম্বর) সকালে বুয়েনস আইরেসে পৌঁছাবে। বিমানে আসা সব যাত্রী এবং ক্রুদের সাতদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এদিকে আরেক বিবৃতিতে চিলি সরকার জানিয়েছে, গত ১৪ দিন ধরে যুক্তরাজ্যে অবস্থানরত কোনো বিদেশিকে দেশে প্রবেশ করতে দেওয়া হবে না। রোববার মধ্যরাত থেকে আগামী দুই সপ্তাহ পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে বলেও এতে উল্লেখ করা হয়।
এর আগে ভাইরাসের নতুন ধরন শনাক্তের পর যুক্তরাজ্যের সঙ্গে আকাশপথে যোগাযোগে নিষেধাজ্ঞা আরোপ করে নেদারল্যান্ডস। রোববার থেকে কার্যকর হওয়া এই নিষেধাজ্ঞা বহাল থাকবে আগামী ১ জানুয়ারি পর্যন্ত। এ সময়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং দুই দেশের মধ্যে চলাচলকারী অন্যান্য পরিবহনও এই নিষেধাজ্ঞা দেওয়া হবে কি না, সে বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
শনিবার (১৯ ডিসেম্বর) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক ঘোষণায় জানিয়েছিলেন, দেশটিতে করোনভাইরাস নতুন ধরন শনাক্তের কারণে সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যে কারণে সরকার লন্ডন ও এর আশপাশের রাজ্যগুলোতে কোভিড-১৯ মোকাবিলায় নিষেধাজ্ঞাগুলো আরও কঠোর করেছে। প্রধানমন্ত্রীর এমন ঘোষণার পরই বেশ কয়েকটি দেশ তাদের বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করল।
সূত্র: রয়টার্স
এমএইচএস