ভারতীয় সেনাবাহিনীর গোলায় পাকিস্তানি সৈন্য নিহত
হিমালয় অঞ্চলের বিতর্কিত কাশ্মিরের সীমান্তে ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিবৃতিতে সীমান্তে সংঘর্ষে এই প্রাণহানির খবর দেয়া হয়েছে।
পাকিস্তান এবং ভারত নিয়ন্ত্রিত বিভক্ত কাশ্মিরের বিরোধপূর্ণ সীমান্তের সাতওয়াল সেক্টরে ওই সৈন্য নিহত হয়েছেন। পাক সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে, ভারতের গোলাবর্ষণের যথাযথ জবাব দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। এতে ভারতীয় সৈন্য এবং সাধারণ নাগরিকদের ক্ষয়ক্ষতি হয়েছে।
বিজ্ঞাপন
পাক নিয়ন্ত্রিত কাশ্মিরের তাত্তা পানি ও জান্দরুত এলাকায় গুলিতে ৫০ বছর বয়সী এক নারী নিহত ও ৩ জন আহত হওয়ার দু’দিন পর বৃহস্পতিবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। সীমান্তের এই সংঘর্ষের ঘটনায় ভারতকে দায়ী করেছে পাকিস্তান। সম্প্রতি বিবাদপূর্ণ এই সীমান্তে দুই দেশের সামরিক বাহিনীর সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে।
চলতি মাসের শুরুর দিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে জাতিসংঘের দু’জন পর্যবেক্ষক বহনকারী একটি গাড়িতে ইচ্ছাকৃতভাবে ভারতীয় সৈন্যরা গোলাবর্ষণ করেছে বলে অভিযোগ করে ইসলামাবাদ।
বিজ্ঞাপন
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি বছর সীমান্তে ৩ হাজারেরও বেশি বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে ভারতীয় সামরিক বাহিনী। এতে ২৮ জন নিহত এবং আড়াই শতাধিক মানুষ আহত হয়েছেন।
অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘনের প্রতিবাদে গত সপ্তাহে ভারতীয় জ্যেষ্ঠ এক কূটনীতিককে অন্তত তিনবার তলব করে পাকিস্তানি কর্তৃপক্ষ। পাকিস্তানে গোলাবর্ষণের ব্যাপারে নিয়মিতভাবে তথ্য প্রকাশ না করলেও পাক সেনাবাহিনীর গোলাবর্ষণে বেসামরিক হতাহতের তথ্য রেকর্ড রাখে ভারত।
পারমাণবিক অস্ত্রধারী দক্ষিণ এশিয়ার প্রতিবেশি এ দুই দেশ ইতোমধ্যে তিনবার যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যে কাশ্মির সঙ্কট ঘিরে তাদের মধ্যে যুদ্ধ হয়েছে দু’বার। বিবাদপূর্ণ কাশ্মিরকে নিজেদের দাবি করলেও বর্তমানে ভিন্ন ভিন্ন অংশ নিয়ন্ত্রণ করছে এ দুই দেশ।
সূত্র : আলজাজিরা।
টিএম/এসএস