করোনার টিকা নিলেন যুবরাজ বিন সালমান
কোভিড-১৯ টিকা নিয়েছেন সৌদি যুবরাজ (ক্রাউন প্রিন্স) মোহাম্মদ বিন সালমান। এ মাসের শুরুতে মার্কিন ফাইজার ও জার্মান বায়োএনটেকের টিকার চালান সৌদি আরবে পৌঁছানোর পর শুক্রবার টিকা নেন তিনি।
দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন আল-আরাবিয়া শনিবারের এক অনলাইন প্রতিবেদনে এ খবর নিশ্চিত করেছে।
বিজ্ঞাপন
যুবরাজ সৌদি নাগরিকদের টিকার আওতায় আনার বিষয়টিতে গুরুত্ব দিচ্ছেন, তাই দেশবাসীকে টিকা গ্রহণে উৎসাহ দিতেই তিনি নিজে টিকা নিয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা: তৌফিক আল রাবিয়াহ।
তিনি বলেন, ‘জনগণের স্বাস্থ্য বিষয়ক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি নিরাপদ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত টিকা দেশের সবার কাছে পৌঁছে দেওয়া এবং তাদেরকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে প্রয়োজনীয় যা যা পদক্ষেপ নেয়া দরকার, সেগুলোর বিষয়ে তিনি (ক্রাউন প্রিন্স) অত্যন্ত সচেতন ও মনোযোগী’।
বিজ্ঞাপন
সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সবশেষ তথ্য অনুযায়ী, মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকে দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৬১ হাজার ৯০৩ জন। এর মধ্যে ৩ লাখ ৫২ হাজার ৮১৫ কোভিড-১৯ রোগী এখন সুস্থ। তবে আক্রান্তদের মধ্যে ৬ হাজার ১৬৮ জন মারা গেছেন।
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ এ পর্যন্ত যে কয়েকজন বৈশ্বিক নেতা কোভিড-১৯ টিকা নিয়েছেন, শুক্রবার টিকা নেওয়ার মধ্যে দিয়ে সংক্ষিপ্ত সেই তালিকায় নাম লেখালেন যুবরাজ বিন সালমান।
গত সপ্তাহে টিকা নেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতিনিয়াহু। এর আগে প্রথম বৈশ্বিক নেতা হিসেবে করোনার টিকা নেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত জো বাইডেন। টেলিভিশনে তা সরাসরি সম্প্রচারও করা হয়।
এসএমডব্লিউ/এএস