ভয়াবহ তুষারঝড়ে ইরানে ১০ পর্বতারোহী নিহত
উত্তর তেহরানের আলবুর্জ পর্বতমালায় এ দুর্ঘটনা ঘটে
ভারী তুষারপাত ও ঝড়ের কবলে পড়ে ইরানে কমপক্ষে ১০ পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৭ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শনিবার (২৬ ডিসেম্বর) উত্তর তেহরানের আলবুর্জ পর্বতমালায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, গার্ডিয়ান ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
জানা যায়, গত কয়েকদিন ধরে ইরানের বেশ কয়েকটি জায়গায় ভারী তুষারপাত ও ঝড়ের কারণে রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। গত শুক্রবারই দু’জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এরপর শনিবার তুষাপরপাত ও ঝড়ের কারণে মৃত্যু ও নিখোঁজ ঘটনা ঘটায় পর্বতারোহীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়।
বিজ্ঞাপন
নিহতদের মধ্যে রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও পর্বতারোহীদের প্রশিক্ষক রয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
ইরানের রেড ক্রিসেন্টের জরুরি বিভাগের প্রধান জানিয়েছেন, তুষারপাত ও ঝড়ের কারণে পাহাড়েই ৯ পর্বতারোহী নিহত হয়। অপর একজনকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালেই মারা যান তিনি।
বিজ্ঞাপন
এ ঘটনায় এখন পর্যন্ত আরও ৭ জন পর্বতারোহী নিখোঁজ বলে জানিয়েছে দেশটি।
এদিকে তুষারপাত ও ঝড়ের পর একটি জাহাজের সাতজন ক্রু নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ইরানের সামুদ্রিক বিভাগও তাদের ক্রু মেম্বারদের খোঁজে উদ্ধার তৎপরতা শুরু করেছে।
ইরানের নৌ বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন,‘আমরা নিজেরা উদ্ধার তৎপরতা চালানোর পাশাপাশি ওমান, সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তানের নৌ-অনুসন্ধান বাহিনী ও উদ্ধার কেন্দ্রগুলোকে অবহিত করে নিখোঁজদের সন্ধানের চেষ্টা করছি।’
সূত্র: গার্ডিয়ান, বিবিসি ও এনডিটিভি
টিএম