মার্কিন জৈবপ্রযুক্তি কোম্পানি মডার্নার উদ্ভাবিত কোভিড-১৯ টিকা নেওয়ার পরই গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন হোসেন সদরজাদেহ নামে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন এলাকার একজন চিকিৎসক।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন চলতি সপ্তাহে মডার্নার টিকার অনুমোদন দেয়। টিকাদান কর্মসূচি শুরু হলে অন্য স্বাস্থ্যকর্মীর সঙ্গে তিনিও টিকা নেন। কিন্তু তাতেই বাধে বিপত্তি। মারাত্মক প্রতিক্রিয়া শুরু হয় তার শরীরে।

টিকা নেওয়ার পরই ওই চিকিৎসকের শরীরে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

বোস্টন মেডিকেল সেন্টারে জেরিয়াট্রিক অঙ্কোলজি বিভাগে কর্মরত হোসেন সদরজাদেহ টিকা নিয়েছিলেন বৃহস্পতিবার। এরপরই তার শরীরে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

টিকা নেওয়ার পর মাথা ঝিমঝিম শুরু হয় সদরজাদেহ’র। বেড়ে যায় হৃদস্পন্দন। দ্রুত জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে সারাদিন পর্যবেক্ষণে থাকেন। কিছুটা সুস্থ হলে পরে বাড়ি ফেরেন তিনি।

শুধু মডার্না নয়, ফাইজার-বায়োএনটেক টিকা নিয়েও অনেকের মারাত্মক অ্যালার্জির প্রতিক্রিয়া হয়েছে। 

শুক্রবার ওই মেডিকেল সেন্টারের মুখপাত্র ডেভিড কিবে বলেন, অসুস্থ বোধ করায় নিজেই সতর্ক হন হোসেন। অসুস্থতা বাড়তে থাকায় নিজে একটি ইনজেকশনও নেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় জরুরি বিভাগে।

তবে মডার্নাই প্রথম নয়, যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া প্রথম করোনা টিকা— যেটি তৈরি করেছে মার্কিন ফাইজার ও জার্মান বায়োএনটেক— নিয়েও অনেকের অ্যালার্জি প্রতিক্রিয়ার বিষয়টি এর আগেই জানা গেছে। 

বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ)।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) কর্মকর্তা গত সপ্তাহে বলেছেন, ফাইজার ও বায়োএনটেকের টিকা নেওয়ার পর দেখা দেওয়া পাঁচ ধরনের অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া নিয়ে তারা গবেষণা চালাচ্ছেন।

এএস