করোনায় মালির বিরোধীদলীয় নেতার মৃত্যু
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার (২৬ ডিসেম্বর) ফ্রান্সের প্যারিসে মালির প্রধান বিরোধীদলীয় নেতা সৌমালিয়া সিসের (৭১) মৃত্যু হয়েছে।
নিহতের বড় ছেলে বকার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, চিকিৎসকরা তার বাবাকে জীবিত রাখার জন্য সব চেষ্টাই করেছেন। কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছায় তিনি চলে গেছেন।
সিসেকে ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল। এ বছরের শুরুতে একটি সশস্ত্র গোষ্ঠী তাকে অপহরণের পর ছয় মাস জিম্মি করে রেখেছিল।
বিজ্ঞাপন
সিসের মৃত্যুতে মালির রাজনীতিতে নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো। গত তিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি ছিলেন রানার-আপ। অনেকে ভাবছিলেন, ২০২২ সালের নির্বাচনে তার জয়ের সুযোগ সবচেয়ে বেশি।
এ বছরের মার্চে মালির উত্তরাঞ্চলে নিজ শহরে সংসদ নির্বাচনের প্রচারণা চালানোর সময় আল-কায়েদা সমর্থিত এক সশস্ত্র গোষ্ঠী তাকে অপহরণ করে।
তবে জনগণের চাপে সরকার অক্টোবরে ২০০ জন ফরাসি ও ইতালিয়ান জিম্মির সঙ্গে সিসের মুক্তি দেয়।
মালির অন্তর্বতীকালীন নেতা সেম বা এন’দাউ সিসের মৃত্যুতে তার পরিবার ও সমর্থকদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী মোক্তার উয়ান এক টুইট বার্তায় শোক জানিয়ে বলেন, একজন সাহসী সন্তানকে হারিয়ে মালি তথা আফ্রিকা শোকগ্রস্ত।
প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞ সিসে সেনেগাল ও ফ্রান্সে পড়াশোনা করেছেন। মালিতে ফেরার আগে তিনি আইবিএম-এর মতো বড় প্রতিষ্ঠানে কাজও করেছেন।
এসআরএস/এএস