র‍্যাকফোর্ডের ডন কার্টার লেন/ ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইলিনয়সের র‍্যাকফোর্ড শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে প্রদেশটির পুলিশ।

ঘটনাটি ঘটেছে র‍্যাকফোর্ডের ডন কার্টার লেনে। শনিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে এক ফোন কলের মাধ্যমে জানতে পারে পুলিশ।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। ওই বন্দুকধারী এলোমেলোভাবে গুলি চালিয়েছে এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।

পুলিশ আরও জানায়, তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃত ও আহতদেরকে রাস্তায় পড়ে থাকতে দেখেন। এছাড়া প্রাথমিকভাবে পুলিশ সন্দেহ করে, পাশের ভবনেই বন্দুকধারী গা ঢাকা দিয়ে আছেন। সে ভবন থেকেই সন্দেহভাজনকে আটক করা হয়। 

ওই এলাকায় জনসাধারণের চলাচল সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে তদন্তে চলছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

এফআর