ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিল্টন মুরা

প্রেসিডেন্টের পর এবার ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট হ্যামিল্টন মুরা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার অফিস থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, রোববার বিকেলে মুরাওয়ের শরীরে কোভিড-১৯ সংক্রমণ ধরা পড়ে। 

বিবৃতিতে আরও জানানো হয়েছে যে, আক্রান্ত ভাইস প্রেসিডেন্ট এখন ‌‘‌জাবিরু প্যালেসে’ সরকারি বাসভবনে আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছে তার কার্যালয়।

এর আগে গত জুলাইয়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হন দেশটির প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। তিনি  ছিলেন লকডাউনের ঘোরবিরোধী। দেশটিতে মাস্ক পরা নিয়ে কড়াকড়িও শিথিল করেছিলেন কট্টরপন্থী এ নেতা।

দেশে দেশে করোনার টিকাদান কর্মসূচি শুরু হলেও সম্প্রতি এ নিয়ে বিদ্রুপ করে ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট বোলসোনারো বলেন, ‘টিকা নিলে পুরুষের কণ্ঠ হবে নারীর মতো। আর নারীর উঠবে দাড়ি।’

প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ছাড়াও ব্রাজিলের অনেক শীর্ষ কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশ্বে করোনায় মৃতের সংখ্যার দিক দিয়ে ব্রাজিল তৃতীয় অবস্থানে রয়েছে। শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

লাতিন আমেরিকার সর্ববৃহৎ দেশ ব্রাজিলে এ পর্যন্ত ১ লাখ ৯১ হাজার ১৩০ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়। দেশটিতে ৬৫ লাখের বেশি মানুষ মহামারি করোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। 

এএস