সম্প্রতি যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাসের অতিসংক্রামক নতুন ধরনটি (নিউ স্ট্রেইন) দক্ষিণ কোরিয়াতেও শনাক্ত হয়েছে বলে সোমবার নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। 

দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী, দেশে যে তিন ব্যক্তির দেহে করোনার নতুন ধরনটির সংক্রমণ শনাক্ত হয়েছে, তারা সবাই যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক একটি পরিবারের সদস্য।

ডিসেম্বরের শুরুতে যুক্তরাজ্যে প্রথমবার করোনার এই নতুন ধরন শনাক্ত হয়।

গত ২২ ডিসেম্বর লন্ডন থেকে দক্ষিণ কোরিয়ায় আসার পর তারা আক্রান্ত হিসেবে শনাক্ত হন। এরপর থেকে তারা ‘আইসোলেশনে’ রয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থা। 

ডিসেম্বরের শুরুতে যুক্তরাজ্যে প্রথমবার করোনার এই নতুন ধরন শনাক্ত হয়। ইতোমধ্যে ইউরোপের অধিকাংশ দেশ ছাড়াও কানাডা, জাপান ও জর্ডানের মতো বিশ্বের অনেক দেশে ছড়িয়ে পড়েছে এর সংক্রমণ। 

করোনার নতুন ধরনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছেন যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশের বিশেষজ্ঞ। 

করোনার নতুন ধরনটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে জানিয়েছেন যুক্তরাজ্যসহ বেশ কিছু দেশের বিশেষজ্ঞ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পঞ্চাশটির বেশি দেশ যুক্তরাজ্যে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

দেশে তৃতীয় দফায় করোনার প্রকোপের মধ্যে করোনার নতুন ধরনের সংক্রমণ শনাক্তের ঘোষণা দিল দক্ষিণ কোরিয়া।

যুক্তরাজ্যের ওপর নিষেধাজ্ঞা দেওয়া দেশের তালিকায় দক্ষিণ কোরিয়াও রয়েছে। করোনার নতুন ও আরও বেশি সংক্রামক ধরনটি শনাক্ত হওয়ার চলতি বছরের শেষদিন পর্যন্ত যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি।

দক্ষিণ কোরিয়ায় তৃতীয় দফায় করোনার প্রকোপের মধ্যে এমন ঘোষণা দিল দেশটি। কঠোর সামাজিক দূরত্ব সংক্রান্ত বিধি থাকা সত্ত্বেও শুধু রাজধানী অঞ্চল সিউলেই প্রতিদিন হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। 

এএস