প্রতীকী ছবি

রাশিয়ায় নৌকাডুবিতে ১৭ জেলের প্রাণহানির শঙ্কা করা হচ্ছে। সোমবার ব্যারেন্টস সাগরে ঝড়ের কবলে পড়ে রাশিয়ার একটি নৌকা ডুবে গেলে এসব জেলে নিখোঁজ হন। তাদের খোঁজ পাওয়া যায়নি।  

ব্যারেন্টস এর হিমশীতল জলে নৌকাডুবির পর অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে উদ্ধার করা গেলেও বিরুপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান জটিল আকার ধারণ করেছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।  

কর্মকর্তারা বলছেন, ওনেগা নামে বেসরকারি মালিকানাধীন ওই নৌকাটি ব্যারেন্টস সাগরের নোভায়া জেমলিয়া এলাকায় ডুবে গেছে বলে সোমবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে জানতে পারেন তারা।  

রাশিয়ায় মারাত্মক দুর্ঘটনা হলে তার তদন্তের জন্য ‘ইনভেস্টিগেটিভ কমিটি’ নামের একটি কর্তৃপক্ষ রয়েছে। ওই কমিটি জানিয়েছে, নৌকাডুবির কবলে পড়ে ১৯ জন জেলে। এর মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, তীব্র গতিতে ঝড় ও বিরুপ আবহাওয়ায় উদ্ধার অভিযান বিঘ্নিত হওয়াতে নিখোঁজ আর কাউকে জীবিত উদ্ধার করার সম্ভাবনা খুবই কম।’ 

ওই সূত্র বলেন, ‘নৌকাডুবির সময় সেখানকার তাপমাত্রা ছিল মাইনাস ত্রিশ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক অবস্থাও হলেও কাউকে জীবিত উদ্ধার করা ছিল কঠিন। এখন এই আবহাওয়ায় তা প্রায় অসাধ্য হয়ে পড়েছে।’ 

রাশিয়ায় প্রায় সামুদ্রিক এসব দুর্ঘটনা ঘটে। ২০১৫ সালের এপ্রিলে ওখোস্টক সাগরে রাশিয়ার একটি নৌযান ডুবে যাওয়ার পর এর মধ্যে থাকা ১৩২ যাত্রীর মধ্যে ৬৩ জনকে জীবিত উদ্ধার করা গেলেও বাকিরা প্রাণ হারান।  

এএস